Ukraine War: অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পাঠাচ্ছে কানাডা, রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল আমেরিকার

বৃথা গেল সাড়ে ৩ ঘণ্টার বৈঠক। মিলল না কোনও সমাধান সূত্র। ইউক্রেনের উপর আগ্রাসন জারি রাখল রাশিয়া। ইউক্রেনে নতুন করে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে তারা। রুশ সেনার দাবি তারা ইতিমধ্যেই ইউক্রেনের আরও দুটি ছোট শহর দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্র বিভাগকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। পুতিনের এই নির্দেশে পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisements

ইউরোপ ও আমেরিকা মহাদেশের একাধিক দেশ এই যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। দিন দুই আগে জার্মানি ঘোষণা করেছিল তারা ইউক্রেনকে অ্যান্টি ট্যাঙ্ক ও মিসাইল পাঠাবে। জার্মানির চ্যান্সেলর শনিবার জানান, যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা ইউক্রেনে ১ হাজার অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র এবং ৫০০ স্টিংগার সারফেস টু এয়ার মিসাইল পাঠাবেন। তিনি বলেন, “ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি টার্নিং পয়েন্ট। এটি যুদ্ধ-পরবর্তী অবস্থাকে হুমকির মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে, ভ্লাদিমির পুতিনের আক্রমণকারী সেনাবাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য, আমাদের সর্বোত্তম ক্ষমতা দিয়ে ইউক্রেনকে সাহায্য করা আমাদের কর্তব্য।” নেদারল্যান্ডকে ইউক্রেনে ৪০০টি জার্মানিতে তৈরি ট্যাঙ্ক ও বিধ্বংসী অস্ত্র পাঠানোর অনুমতি দেওয়া হয়। সরকার এস্তোনিয়া থেকে ৯টি ডি-৩০ হাউইটজার এবং গোলাবারুদ পাঠানোরও অনুমোদন দেয়।

   

এবার সেই তালিকায় নাম লেখাল কানাডা। তারাও ইউক্রেনে তাদের অ্যান্টি ট্যাঙ্ক যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে। রাশিয়া থেকে তেল নেওয়াও বন্ধ করেছে তারা। এছাড়া আমেরিকা রাশিয়ার সঙ্গে তাদের চুক্তি বাতিল করেছে। রাশিয়ার বিমান Aeroflot ও S7 এর সঙ্গে চুক্তি বাতিলের কথা ঘোষণা করেছে ওয়াশিংটন।

ন্যাটো বাহিনী এবার সরাসরি ইউক্রেনকে সাহায্য করার কথা জানিয়েছে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র, অ্যান্টি ট্যাঙ্ক-সহ সব ধরনের অস্ত্র দেওয়া হবে। একইসঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির ভূমিকার প্রশংসা করেন জেন্স। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা বলে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছেন ন্যাটো প্রধান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements