আরও একটা সরকারি সংস্থা বিক্রির পথে মোদী সরকার

আরও একটা সরকারি সংস্থা বিক্রির পথে কেন্দ্র। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এবার হিন্দুস্তান জিংকের পুরো অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে…

আরও একটা সরকারি সংস্থা বিক্রির পথে কেন্দ্র। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এবার হিন্দুস্তান জিংকের পুরো অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, হিন্দুস্তান জিঙ্কের ২৯.৫৪ শতাংশ শেয়ার বিক্রি করবে সরকার। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার হিন্দুস্তান জিঙ্কের ২৯.৫৪ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে। সরকারের শেয়ারের মূল্য নির্ধারণ করা হচ্ছে ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি।

Advertisements

উল্লেখ্য, আগে হিন্দুস্তান জিঙ্ক একটি সরকারী সংস্থা ছিল। কিন্তু ২০০২ সালে সরকার অনিল আগরওয়ালের বেদান্ত গ্রুপের কাছে ২৬ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়। পরে ওই সংস্থায় অনিল আগরওয়ালের অংশীদারিত্ব বেড়ে দাঁড়ায় ৬৪.৯২ শতাংশ। এখন সরকার তার অবশিষ্ট ২৯.৫৪ শতাংশ শেয়ারও বিক্রি করতে চাইছে যাতে বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা পূরণ করা যায়। মনে করা হচ্ছে, আগামী দিনে সরকার আইটিসি-র ৭.৯১ শতাংশ শেয়ারও বিক্রি করে দিতে পারে।

Advertisements

এদিকে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর ৭ শতাংশ বেড়ে হিন্দুস্তান জিংকের শেয়ার ৩১৮ টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে শেয়ারটি ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৩১০ টাকায় লেনদেন করছে। হিন্দুস্তান জিঙ্ক দেশের বৃহত্তম দস্তা, সীসা এবং রুপো উৎপাদনকারী সংস্থা।