East Bengal : ইমামি এলেও হয়তো বন্ধ হচ্ছে না ম্যানচেস্টার অধ্যায়

ইমামি গ্রুপের (Emami Group) সঙ্গে পথচলা শুরু হল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের। নিশ্চই খুশি হবেন লাল হলুদ সমর্থকরা, ফুটবল প্রেমীরাও। বুধবার বিকেলের সাংবাদিক সম্মেলন অনেকটা…

ইমামি গ্রুপের (Emami Group) সঙ্গে পথচলা শুরু হল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের। নিশ্চই খুশি হবেন লাল হলুদ সমর্থকরা, ফুটবল প্রেমীরাও। বুধবার বিকেলের সাংবাদিক সম্মেলন অনেকটা দীর্ঘ তাপপ্রবাহের পর কালবৈশাখীর মতো। স্বস্তির হওয়া। তবু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষত ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) প্রসঙ্গে। 

বক্তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) না হলে হয়তো এতটা জল্পনা হতো না। তিনি নিজে বলেছেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা হয়েছে। আগামী দশ বারো দিনের মধ্যে পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। সৌরভ কখনই বলেননি ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে চলেছে। তাঁর কথায় ছিল একটা ‘যদি’। 

সৌরভের বক্তব্যের আগে লাল হলুদ কর্তা দেবব্রত সরকারের একটি বক্তব্য সংবাদ মাধ্যমে উঠে এসেছিল। তিনিও ইউনাইটেড এবং সৌরভের মধ্যে যোগাযোগের কথা স্বীকার করেছিলেন। 

ইন্ডিয়ান সুপার লিগ খেলার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয়। সেই টাকা ইমামি একাই বিনিয়োগ করবে না আরও কেউ থাকবে সেটা এখনও স্পষ্ট নয়। ম্যানচেস্টারের জল অন্তত কিছুটা না গড়ালে সৌরভের মতো একজন পেশাদার মানুষ কখনই এতো বড় মন্তব্য করতেন না। তিনি কথা বলছেন ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে। ক্লাবের ভাবনা এবং সৌরভের ভাবনা আলাদা দুই খাতে বইবে এটা কাম্য নয়। অংকের হিসেবে চার হয় দুইয়ে দুইয়ে।

ইমামির সঙ্গে গাঁটছড়ার কথা জানানোর পর ফুটবল বিশেষজ্ঞরা ম্যানচেস্টার প্রসঙ্গে ফের নড়েচড়ে বসেছেন। অনেকের ধারণা চ্যাপ্টার এখনও ক্লোজ হয়নি। আগামী দিনে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবকে অন্য কোনও ভূমিকায় দেখা গেলেও যেতে পারে।