বাজল ভোটের বাজনা, আসানসোলে বাবুল বনাম মীনাক্ষী নিয়ে চর্চা

বাজল ভোটের বাজনা।  নির্বাচন কমিশন জানাচ্ছে চার রাজ্যের ৫টি কেন্দ্রে (লোকসভা ও বিধানসভা) ভোট (By-elections) হবে আগামী ১২ এপ্রিল। পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, বিহার, মহারাষ্ট্রে হবে উপনির্বাচন।…

By-elections

বাজল ভোটের বাজনা।  নির্বাচন কমিশন জানাচ্ছে চার রাজ্যের ৫টি কেন্দ্রে (লোকসভা ও বিধানসভা) ভোট (By-elections) হবে আগামী ১২ এপ্রিল। পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, বিহার, মহারাষ্ট্রে হবে উপনির্বাচন।

উপনির্বাচনের এই বাজনা বাজতেই রাজ্য সরগরম। আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী কে হবেন? এই নিয়ে চর্চা চরমে। তবে পশ্চিম বর্ধমান থেকে আসছে খবর, আসানসোলে টিএমসির হয়ে বাবুল সুপ্রিয় দাঁড়াতে চলেছেন। তিনি এই কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন মন্ত্রী।

   

বিজেপি ছেড়ে টিএমসিতে যোগ দেওয়ার পর থেকেই বাবুল কে নিয়ে চর্চা ছিল তিনি আসানসোল থেকেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হতে চলেছেন। তৃ়নমূল কংগ্রেসে আসার পর বাবুল বলেছিলেন, রাজ্যে বিজেপি বিলীন হয়ে যাবে। গত কয়েকটি উপনির্বাচন, পুরনিগম ও পুরসভা ভোটে বিরোধী দল বিজেপি ক্রমশ অবনমনে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামফ্রন্ট।

উপনির্বাচনে বাবুলের প্রতিদ্বন্দ্বী বিজেপির কে? আর কেই বা সিপিআইএমের হয়ে দাঁড়াচ্ছেন এটিও তুমুল চর্চার। পশ্চিম বর্ধমান জেলায় আলোচনা, বাবুলের বিরুদ্ধে লড়াইয়ে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে সিপিআইএম নামাতে পারে। তিনি আসানসোল পুরনিগমেরই বাসিন্দা।

পুরনিগম ভোটে আসানসোল থেকে বিজেপির হয়ে ছিলেন গতবারের মেয়র জীতেন্দ্র তেওয়ারি। তিনি গত বিধাননসভা ভোটের আগে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দেন। আসানসোল পুরনিগমের ভোটে চূড়ান্ত পরাজয় হয় তার। সূত্রের খবর, তাকেই উপনির্বাচনে টিকিট দিতে পারে বিজেপি।