ইস্টার সানডে (Easter Sunday)-তে রক্তাক্ত আফ্রিকার দুটি দেশ। নাইজেরিয়া ও বুরকিনা ফাসোতে গুলি করে শতাধিক মানুষকে খুন করা হলো। দুটি দেশেই জারি সতর্কতা। গণহত্যার এমন ঘটনায় শিহরিত বিশ্ব। বিবিসি জানাচ্ছে, নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা এসে এলোপাথাড়ি গুলি চালায়।
আফ্রিকারই অপর দেশ বুরকিনা ফাসোতে গণহত্যা সংঘঠিত হয়েছে। দুটি গ্রামে সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। এতে কমপক্ষে ৪৪ জন নাগরিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার থেকে হামলা চলেছে। কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলাকারীদের বিরুদ্ধে সেনা অভিযান চলছে।