Arjun Singh: অর্জুন সিংকে হাতে রেখে সাংসদ সংখ্যার পতন আটকালো বিজেপি

আসানসোল হাতছাড়া হওয়ায় পশ্চিমবঙ্গ থেকে আর সাংসদ খোয়াতে চায় না বিজেপি। তাই দলত্যাগ রুখতে অর্জুন সিংয়ের কথাতেই সায় কেন্দ্রের। কমতে পারে পাটের দাম। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী…

Arjun Singh

আসানসোল হাতছাড়া হওয়ায় পশ্চিমবঙ্গ থেকে আর সাংসদ খোয়াতে চায় না বিজেপি। তাই দলত্যাগ রুখতে অর্জুন সিংয়ের কথাতেই সায় কেন্দ্রের।

কমতে পারে পাটের দাম। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর আশাবাদী ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানিয়েছেন, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই পাটের দাম কমতে পারে।

   

অর্জুন সিং বলেছেন, আগামী সপ্তাহের মধ্যেই পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করতে পারে কেন্দ্র।

এর পরেই আলোচনা, অর্জুনের মানভঞ্জনে সক্ষম হলেন পীযুষ গোয়েল।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরেই কেন্দ্রের মোদী সরকারের পাট শিল্প নীতি এবং চটকলগুলির দুরাবস্থা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর নিশানায় ছিলেন খোদ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েল। কেন্দ্রীয় সরকার পাটের উর্ধ্বসীমা প্রত্যাহার না করলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একযোগে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এর জন্য সমর্থন চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখন থেকেই অর্জুনের তৃণমূলে যোগদানের জল্পনা প্রবল হয়।
তড়িঘড়ি অর্জুন সিংকে তলব করেন পীযুষ গোয়েল। বৈঠক করেন বস্ত্রসচিবের সঙ্গে।

পরবর্তীতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বিজেপি সাংসদকে। তিনি বলেছিলেন ৯ মে ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্তের পরেই নিজের পরবর্তী কর্মসূচি স্থির করবেন। সেদিনের বৈঠকে ডাকা হয়নি অর্জুন সিংকে। তখন থেকেই তাঁর তৃণমূল যোগের জল্পনা তীব্র হয়েছিল।

মঙ্গলবার রাতেই ফের বস্ত্রমন্ত্রীর তলব অর্জুনকে। বুধবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তারপরেই অর্জুনের মুখে সমস্যা সমাধানের কথা শোনা গেল।

তৃণমূলে যোগদান করবেন অর্জুন সিং? তিনি আগেই বলেছেন এর উত্তর সময় দেবে।