বিজেপির নবান্ন অভিযানে সাদা পোশাকের কেন্দ্রীয় বাহিনী! বিস্ফোরক TMC বিধায়ক

শাসক দল তৃ়নমূল কংগ্রেসে (TMC) বিরুদ্ধে সুর চড়িয়ে ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের বিরাট ডাক দিয়েছে বিরোধী দল (BJP) বিজেপি৷ একাধিক দুর্নীতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বার্তা…

Ajit maity

শাসক দল তৃ়নমূল কংগ্রেসে (TMC) বিরুদ্ধে সুর চড়িয়ে ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের বিরাট ডাক দিয়েছে বিরোধী দল (BJP) বিজেপি৷ একাধিক দুর্নীতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বার্তা দিতে মিছিল করবেন বঙ্গ বিজেপি নেতারা। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পিংলার (Pingla) তৃণমূল কংগ্রেস বিধায়ক অজিত মাইতি। তাঁর দাবি, সাদা পোশাকে কেন্দ্রীয় বাহিনী আনবে বিজেপি।

বিধায়ক অজিত মাইতির অভিযোগ, ওই দিন বিজেপির নবান্ন অভিযানে আমার কাছে যা রিপোর্ট, তাতে কেন্দ্রের বাহিনী সাদা পোশাকে অন্তত পক্ষে ৪-৫ হাজার থাকবে। যারা অ্যাকশন করার জন্য থাকবে। আমি নিশ্চিত বিজেপি অশান্তি করার প্ল্যান করেছে। অজিত মাইতির বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে৷

তৃণমূল কংগ্রেসের মুখপত্রে বলা হয়েছে, বিজেপির মিছিল করতে খরচ ১১ কোটি। এই টাকা কোথা থেকে এল?একই দাবি পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কো-অর্ডিনেটরের। তিনি বলেন, কতগুলো ট্রেন ভাড়া করেছে। আমরা ২১ জুলাই এই অভিযানের থেকে ১০ গুন বড় সমাবেশে কোনওদিন ট্রেন ভাড়া করিনি। ওরা ৩ কোটি টাকার ট্রেন ভাড়া করেছে। ইডি, সিবিআইয়ের চোখে কি ন্যাবা হয়েছে? এই কোটি কোন টাকা কোন গঙ্গা, কোন যমুনা থেকে এলো, কে বলবে এগুলো!

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে। গোরু পাচার মামলায় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। একাধিক বিধায়কদের বিরুদ্ধে প্রতিনিয়ত দুর্নীতির অভিযোগ উঠছে। তলব করছে ইডি, সিবিআই৷ তাই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি৷

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন৷ তার আগে ভেঙে পড়া সংগঠনকে চাঙ্গা করাই বিজেপি নেতাদের মূল লক্ষ্য৷ সেকারণেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে৷