নাড্ডার সঙ্গে সফরের পরেও ভাঙবে বিজেপি, ইঙ্গিত কুণালের

চলতি মাসেই দুই দিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Naddar)। সাংগঠনিকভাবে দলকে চাঙ্গা করতে বিশেষ টোটকা দিতে পারেন তিনি। কিন্তু সেই বৈঠকের…

jp-nadda-kunal

চলতি মাসেই দুই দিনের বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Naddar)। সাংগঠনিকভাবে দলকে চাঙ্গা করতে বিশেষ টোটকা দিতে পারেন তিনি। কিন্তু সেই বৈঠকের পর কি বিজেপিতে ভাঙন ধরতে চলেছে? তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্যে জল্পনা শুরু হয়েছে৷

এদিন কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন, জেপি নাড্ডার সাংগঠনিক বৈঠক গরুর গাড়ির হেডলাইট। তিনি নিজেই জানেন না যাদের নিয়ে বৈঠক করছেন তাঁরা ৩ মাস পর দলে থাকবেন কিনা? বৈঠকে যা আলোচনা হবে তা হোয়াটসঅ্যাপে পেয়ে যাব। ৮০ শতাংশ লোক বিজেপিতে থাকতে চান না। আদি, তৎকাল, পরিযায়ীদের লড়াই ছাড়া বিজেপিতে আর কিছুই নেই।

উল্লেখ্য, বাংলায় এই মুহুর্তে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি একেবারে নড়বড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার রাজ্যে আসছেন জেপি নাড্ডা। সূত্রের খবর, ৭ এবং ৮ জুন বাংলায় থাকবেন তিনি। লোকসভার নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে দলের পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন জেপি নাড্ডা। সেইসঙ্গে আগামী দিনে দলের রুটম্যাপ বলে দেবেন তিনি।

কিন্তু জেপি নাড্ডার বৈঠকের পরেই রাজ্য বিজেপিতে বিরাট ধাক্কা আসতে চলেছে বলেই ইঙ্গিত দিয়েছেন কুণাল ঘোষ। আগামী দিনে নীচু তলা থেকে শুরু করে শীর্ষ স্তরের একাধিক নেতারা দলবদম করতে পারেন। যদিও তালিকা নিয়ে স্পিকটি নট কুণাল ঘোষ।

অন্যদিকে, কর্মীদের পুনরায় উজ্জীবিত করতে বাংলায় নিয়ম করে সফর করবেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। কিন্তু তার আগে সাংগঠনিক ক্ষেত্রে এই বিরাট ধাক্কা সামলাতে পারবে বিজেপি প্রশ্ন রাজনৈতিক মহলে৷