BJP: বাম উত্থানের স্বীকারোক্তি দিলীপের, বিজেপির ক্ষমতায় আসার যোগ্যতা নেই দাবি সুকান্তর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফরের আগেই বঙ্গ বিজেপিতে পরপর বিস্ফোরণ চলছে। ধারাবাহিকতায় এই মন্তব্য বিস্ফোরণের জেরে বিরোধী দলে আরও ভাঙন অবসম্ভাবী বলে মনে করছে…

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফরের আগেই বঙ্গ বিজেপিতে পরপর বিস্ফোরণ চলছে। ধারাবাহিকতায় এই মন্তব্য বিস্ফোরণের জেরে বিরোধী দলে আরও ভাঙন অবসম্ভাবী বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকাম্ত মজুমদারের দাবি, দল এ রাজ্যে ক্ষমতায় আসার যোগ্যতা অর্জন করতে পারেনি।

সুকাম্ত মজুমদারের মন্তব্যে তীব্র আলোড়ন পড়েছে। যদিও এর আগেই বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, পশ্চিমবঙ্গে দল তৃতীয় স্থানে নেমেছে। সিপিআইএমের উত্থান চিন্তাজনক। এবার সুকান্ত মজুমদার দলের যোগ্যতা নিয়ে মন্তব্য করেন। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ও সুকান্ত মজুমদার বর্তমান সভাপতি।

সুকান্ত মজুমদার বলেছেন, ভোটের লড়াইয়ের কৌশল তৃণমূলের কাছ থেকে শিখতে হবে। তিনি বলেছেন বিধানসভা ভোটের সময় আমরা দুশোর স্বপ্ন নিয়ে এগোলাম। সরকার গড়ছি, সরকার গড়ছি হাইপে তৈরি করলাম। লোককে স্বপ্ন দেখানোর কথা ছিল। তা না করে নিজেরাই স্বপ্ন দেখে সেই স্বপ্নের মধ্যে নাচতে শুরু করলাম। তার ধপাস করে নীচে পড়লাম।

তবে বিধানসভা ভোটে বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল হয় প্রথমবার। আর বিধানসভায় থেকে সিপিআইএম ও কংগ্রেস শূন্য হয়। দুটি দলই দশকের পর দশক পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিল। তৃণমূল কংগ্রেস এক দশক ক্ষমতায়। টানা তৃতীয়বার তারা নির্বাচিত হয়েছে।

বিধানসভা ভোটের পর রাজ্যে যতগুলি উপনির্বাচন, পুরনিগম ও পুরসভা ভোট হয়েছে তাতে চূড়ান্ত পরাজিত বিজেপি। তাৎপর্যপূর্ণ, প্রতি ভোটে বিরোধী শক্তি হিসেবে বামফ্রন্ট উঠে এসেছে।

বঙ্গ বিজেপিতে এখন তীব্র বিদ্রোহ। কখনও সুকান্ত দিলীপ দ্বৈরথ, কখনও দিলীপ তথাগত লড়াই, সেই রেশ ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হোয়াটসঅ্যাপ বিদ্রোহ, এর পর বাহুবলী সাংসদ অর্জুন সিংয়ের গোঁসা শুরু। রীতিমতো লংকাণ্ড চলছে বঙ্গ বিজেপিতে।