মাগুর মাছ বিক্রেতা হাজার কোটি টাকার মালিক, ঠিক করেছে সিবিআইঃ শুভেন্দু

টানা দেড় ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে কেষ্টর বোলপুরের বাড়ি থেকে গ্রেফতারি অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গ্রেফতারি নিয়ে মুখ খুলল বঙ্গ বিজেপি শিবির।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘লুকোচুরি শেষে ধরা গেছেন।’ অন্যদিকে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বলেন, ‘অনুব্রত মণ্ডল তো আইনের বাইরে নয়। সঠিক কাজ করেছে সিবিআই। আইনের আওতায় এনে তাঁর বিরুদ্ধে সকল তদন্ত প্রক্রিয়া চালাবে সিবিআই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া সে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে, প্রশ্রয়ে ফুলে ফেঁপে উঠেছিল। একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করত সে আজকে হাজার কোটি টাকার মালিক। সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা কাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার এবং বিরোধী দলের লোকেদের বিশেষ করে পুরো বীরভূমের ওপর যে অত্যাচার করেছে, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা হয়েছিল তাঁর তদন্ত করুক।’

   

এছাড়া তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘দুর্নীতির সঙ্গে আপোষ করবে না দল। সময়মতো ব্যবস্থা নেবে দল।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন