Dilip Ghosh: বিজেপির আকাশে সিঁদূরে মেঘ জমালেন দিলীপ ঘোষ

এই মুহুর্তে তিনি সর্বভারতীয় সহ-সভাপতি। রাজ্য সভাপতির পরে দায়িত্ব বেড়েছে দিলীপ ঘোষের (Dilip Ghosh)। কিন্তু দিলীপ ঘোষ রয়েছেন দিলীপ ঘোষেতেই৷ তাই তাঁকে নিয়ে বিজেপির অন্দরে…

Dilip Ghosh: বিজেপির আকাশে সিঁদূরে মেঘ জমালেন দিলীপ ঘোষ

এই মুহুর্তে তিনি সর্বভারতীয় সহ-সভাপতি। রাজ্য সভাপতির পরে দায়িত্ব বেড়েছে দিলীপ ঘোষের (Dilip Ghosh)। কিন্তু দিলীপ ঘোষ রয়েছেন দিলীপ ঘোষেতেই৷ তাই তাঁকে নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষের আবহ ক্রমাগত বেড়েই চলেছে। কারণ, দিলীপ ঘোষের বাচনভঙ্গি। গেরুয়া শিবিরের বিধায়ক হয়ে সমালোচনা করছেন কেন্দ্রিয় তদন্তকারী সংস্থাগুলির৷ তাও একবার নয়। বারবার একই বক্তব্য পেশ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সোমবার দিলীপ ঘোষের মন্তব্যের রিপোর্ট চেয়ে পাঠালেন কেন্দ্রীয় নেতৃত্ব। এ থেকে স্পষ্ট মেদিনীপুরের সাংসদের বক্তব্যে শুধুমাত্র রাজ্য নয়, জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়েছে। এমনকি বাংলা ও হিন্দি ভাষায় অনুবাদ চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রের নেতারা৷ এরই মধ্যে সোমবার ঘটে গেল আরও একটি ঘটনা। হেস্টিংসে দফতরে দিলীপ ঘোষ উপস্থিত থাকলেও দেখা গেল না বিজেপির বৈঠকে।

Dilip Ghosh: বিজেপির আকাশে সিঁদূরে মেঘ জমালেন দিলীপ ঘোষসেই বৈঠকে সুকান্ত মজুমদার, অমিত মালব্য সহ অন্যান্য নেতারা থাকলেও ছিলেন না দিলীপ ঘোষ। এই ঘটনা কখনও বঙ্গ রাজনীতিতে ঘটেছে? যেখানে দিলীপ ঘোষ দফতরে থাকলেও তাঁকে ছাড়া বৈঠক করা হয়েছে! খানিকটা চমকে গেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কী বাংলা থেকে দিলীপ ঘোষের পত্রপাঠ চোকানো হবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

Advertisements

বঙ্গ বিজেপিতে ফাটলের বিষয় অনেকদিন আগে থেকেই লক্ষ্য করা হয়েছিল৷ সংগঠনে পুরাতনদের প্রাধান্য না দেওয়ার জন্য এই দিলীপ ঘোষ সরব হয়েছিলেন। তারপর তাঁকে সেন্সর করেছিল দল৷ এবার কী বড় পদক্ষেপ? কারণ বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অপব্যবহার’ এর বারবার অভিযোগ তোলা হলেও বারবার দলের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রের নেতারা৷ এখন দিলীপ ঘোষের মন্তব্যে দল ভীষণ অস্বস্তিতে৷ এমনকি এটা সরকারের জন্য বিড়ম্বনার কারণ৷ আগামী দিনে জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷