Emami East Bengal : অল্প সময়ে খেলোয়াড়দের বোঝাপড়া চোখে পড়ার মতো

একাধিক সুযোগ নষ্ট। সুযোগ কাজে লাগাতে পারলে অনায়াসে জিততে পারতো ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। ডুরান্ড কাপ অভিযানের প্রথম ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ড্র করেছে…

Emami East Bengal footballer showing positive notes

একাধিক সুযোগ নষ্ট। সুযোগ কাজে লাগাতে পারলে অনায়াসে জিততে পারতো ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। ডুরান্ড কাপ অভিযানের প্রথম ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ড্র করেছে লাল হলুদ।

ইস্টবেঙ্গল সমর্থকদের আফোসস, জেতা ম্যাচ হাতছাড়া করেছে তাঁদের প্রিয় দল। সুযোগের সদ্ব্যবহার করলেন সোমবার সন্ধ্যায় হাসি মুখে সমর্থকরা বাড়ি ফিরতে পারতেন। মুখে চওড়া হাসি না ফুটলেও, লাল হলুদ ক্লাবের সমর্থকরা খুব একটা হতাশও হয়তো হচ্ছেন না।

   

Emami East Bengal

শ্রী সিমেন্ট বিদায় নেওয়ার অনেক দিন পর পাকাপাকিভাবে ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব নিয়েছিল ইমামি। নবান্নে সাংবাদিক সম্মেলন করে ক্লাব ও কোম্পানির কর্ম কর্তাদের কাছাকাছি নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কেটে গিয়েছিল বহু দিন। সই কবে হবে, দল গঠন, কোচ নিয়োগ, ট্রান্সফার ব্যান সহ একাধিক প্রশ্ন জমাট বেঁধে ছিল ক্লাবের আশেপাশে। সবকিছুকে কাটিয়ে ইস্টবেঙ্গল দল মাঠে নেমেছে।

Emami East Bengal fight against Indian Navy

ভারতীয় ফুটবল মক্কার শতাব্দী প্রাচীন ক্লাব। তাই শুধু দল নামলেই তো হল না, ভাল পারফর্ম করতে হবে। এদিন জিতলে সমর্থকরা নিশ্চই খুশি মনে বাড়ি ফিরতে পারতেন। ড্র হওয়ার পরেও তাঁরা কিন্তু অখুশি নন। অল্প কয়েক দিনের অনুশীলনের পর ফুটবলারদের মধ্যে এই বোঝাপড়া চোখে পড়ার মতো। প্রচুর গোলের সুযোগ তৈরি। সব মিলিয়ে বিদেশি ফুটবলার ছাড়াও ইমামি ইস্টবেঙ্গলকে যে হেলাফেলা করা যাবে না, সেটা এদিন বুঝিয়ে দিয়েছেন লাল হলুদ ফুটবলাররা।