তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দীহান প্রকাশ করছেন গেরুয়া শিবির। শোনা যাচ্ছে, আজই ফুল বদল করতে পারেন অর্জুন সিং (Arjun Singh)৷ সূত্রের খবর, আজ বিকেল ৪ টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ৷ তার আগে জেলা নেতৃত্বের সঙ্গে দুপুর ৩ টে নাগাদ বৈঠক সারবেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত কয়েক দিন ধরেই কেন্দ্রিয় সরকারের পাট শিল্প নীতি নিয়ে মুখ খুলতে দেখা গেছে অর্জুন সিংকে। সরাসরি তোপ দাগেন কেন্দ্রিয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে। অর্জুনের মানভঞ্জনে একটি প্রস্তাব মেনে পাটের পাটের দামে উর্ধ্বসীমা তুলে নিয়েছে কেন্দ্র। তবুও শ্রমিকদের দুরাবস্থা নিয়ে এখনও সমস্যা মেটেনি। এরই মধ্যে বিজেপির সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ৷
রবিবার ট্যুইট করে অর্জুন জানিয়েছেন, কখনও তো নিজেদের ভিতরটা দেখুন, নিজেদেরও খোঁজ নিন। যাঁরা আমার ভিতের একটা-একটা পাথর দেখছেন। এটা যে বিজেপি নেতাদের বিরুদ্ধে এবিষয়ে কোনও সন্দেহ নেই। শোনা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে ফিরছেন অর্জুন। অর্জুনের সঙ্গে আর কারা যোগদান করবেন? অর্জুনের যোগদানে উত্তর ২৪ পরগণার জেলা নেতৃত্বের কী প্রতিক্রিয়া হবে? সেটাই দেখার।
যদি অর্জুনের যোগদান নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল। তবে গতকাল শিল্পাঞ্চলের পোস্টার তা একেবারে পরিষ্কার করে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, বাবুল সুপ্রিয়, মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। অর্জুন সিংয়ের তৃণমূলে যাওয়ার অধিকার রয়েছে বলেও জানিয়েছেন তিনি। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মন্তব্য, এখন তো স্যোশাল মিডিয়ায় পোস্ট করে দলবদল করা যায়৷