BJP: শুভেন্দুর ঘরের মাঠে প্রার্থীরা ভীত, নিরাপত্তা চেয়ে সুপ্রিম আবেদন

পুরভোটের আগে কাঁথির ২১ জন বিজেপি প্রার্থীর নিরাপত্তা মামলা নিয়ে জট অব্যাহত রয়েছে। এবার এই ঘটনায় নয়া মোড়। শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করল বঙ্গ গেরুয়া শিবির।

আইনজীবী সূর্যোনীল দাসের তরফ থেকে জানানো হয়েছে, কাঁথির ২১ জনের মধ্যে ৭ জনকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু বাকি ১৪ জন হুমকির সম্মুখীন হচ্ছে। একক বেঞ্চ এ বিষয়ের ওপর কর্ণপাত করেনি। নির্বাচন নিয়ে ডিভিশন বেঞ্চের শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করার অর্ডারকে দেখিয়েছেন। কিন্তু ১৪ জনের নিরাপত্তা নিয়ে কিছুই বলেন নি। এদিকে পুলিশ তার রিপোর্টে বলছে ১৪ জনের হুমকির অভিযোগে সত্যতা নেই।

   

সম্প্রতি আসন্ন কাঁথি পুরভোটে সমস্ত বিজেপি প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, সোমবার কাঁথি (Contai) পুরসভার ২১জন প্রার্থী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) দ্বারস্থ। অন্যদিকে ভাটপাড়ার (Bhatpara) বিজেপির ৩ জন প্রার্থী বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু আবেদনকারীদের মধ্যে মাত্র ৭ জনকে নিরাপত্তা দেওয়া হয় হাইকোর্টের তরফে।

দীর্ঘ ৩৬ বছর পর অধিকারী পরিবারের কোনো প্রতিনিধি আর থাকছেন না পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভায়। কাঁথি পুরভোটের যে প্রার্থী তালিকা এ বার বিজেপি ঘোষণা করেছে তাতে নেই অধিকারী পরিবারের কোনো সদস্যের নাম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন