ATK Mohun Bagan: এশিয়ার নামকরা ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ বাগানের সামনে

শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। যার ফলে গুরুত্ব হারাতে পারে শিল্ড। এমনটা মনে করছেন অনেকে। তবে সূত্রের খবর, ইন্ডিয়ান…

ATK Mohun Bagan defeated North-East United

শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। যার ফলে গুরুত্ব হারাতে পারে শিল্ড। এমনটা মনে করছেন অনেকে। তবে সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগ এবং আই লিগ বিজয়ীরা নামতে পারবে পারবে এশিয়ার প্রথম সারির দলগুলোর বিরুদ্ধে। 

আপাতত আইএসএল জয়ের দাবিদার হিসেবে রয়েছে হায়দরাবাদ, জামশেদপুর এবং এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সূত্রের খবর অনুযায়ী বাগান যদি লিগ সেরা হয় তাহলে তারা খেলতে পারে এশিয়ার কিছু সেরা দলের বিরুদ্ধে। 

   

কনফেডারেশনের ঘোষণার পর ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন, চলতি আইএসএলের লিগ জয়ীরা আদৌ কি খেলতে পারবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে?

ঘোষণা অনুযায়ী আগস্ট মাসে শুরু হবে ২০২৩-২৪ মরশুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপ। আইএসএলের লিগে শীর্ষস্থানে থাকা দল সুযোগ পায় এএফসি কাপ টুর্নামেন্টে। এবার এই সুযোগ পাওয়ার কথা মুম্বই সিটির। গতবার খেলেছিল গোয়ার ফ্র্যাঞ্চাইজির দলটি। 

যেহেতু টুর্নামেন্টে পিছিয়ে দেওয়া হয়েছে, সেহেতু সুপার লিগের দল বঞ্চিত হবে বলে মনে করা হচ্ছে। কারণ যে সময়ে আইএসএল চলে, তাতে ২০২২-২৩ মরশুমের টুর্নামেন্টই শেষ হবে ২০২৩-২৪ মরশুম এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আগে। তবে এখনই আশাহত হওয়ার হতে চাইছেন না কলকাতার ফুটবল বিশেষজ্ঞরা। কারণ হাতে এখনও সময় রয়েছে। পারফরম্যান্স ঠিক রাখতে পারলে এটিকে মোহন বাগান এশিয়ার প্রথম সারির দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেলেও পেতে পারে।