দুয়ারের সরকারের ক্যাম্পে যেতে চাইলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী!

বিধানসভা নির্বাচনের আগে এবং বিধানসভা নির্বাচনের পরের দলবদলুদের তালিকার নাম তুলেছিলেন আসানসোলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি। এবার তাঁর স্ত্রী তথা বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি (Chaitali…

Chaitali Tiwari

বিধানসভা নির্বাচনের আগে এবং বিধানসভা নির্বাচনের পরের দলবদলুদের তালিকার নাম তুলেছিলেন আসানসোলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি। এবার তাঁর স্ত্রী তথা বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari) করলেন চাঞ্চল্যকর দাবি।

Advertisements

সম্প্রতি একটি টুইট করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। যেখানে তিনি উল্লেখ করেছিলেন, বাংলায় ভোটে জিততে হলে আগে বাংলার মানুষের মন জিততে হবে। তাই নিয়েই বঙ্গ রাজনীতিতে উঠেছিল একাধিক প্রশ্ন। এরপর বিজেপি নেত্রী তথা জিতেন্দ্র তিওয়ারি স্ত্রী চৈতালি তিওয়ারি রাজ্য সরকারের প্রকল্পের কার্যকারিতা বা উপকারিতা স্বীকার করে নিলেন।

   
জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী

আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে এই আবেদন করেছেন ওয়ার্ডের বাসিন্দাদের কাছে। চৈতালিদেবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি জেপি নাড্ডার ছবি-সহ পোস্ট করা একটি লিফলেটে লিখেছেন, রাজ্য সরকার যে দুয়ারে সরকার শিবির চালাচ্ছে সেখানে গিয়ে তাঁর ওয়ার্ডের মানুষজন যেন সরাকরি প্রকল্পের সুবিধে নেন।

চৈতালি তিওয়ারি জানান, আমাদের রাজ্যের ২ কোটি ৩৮ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তাঁদের করের পয়সাও রাজ্যের কোষাগারে জমা পড়েছে। তাহলে তাঁরা কেন রাজ্য সরকারের প্রকল্পের সুবিধে নেবেন না!