Monday, December 8, 2025
HomeUncategorizedBJP: 'দলে রাম-রাবন যুদ্ধ চলছে', হুড়মুড়িয়ে টিএমসি গমন রুখতে বৈঠকে বঙ্গ বিজেপি

BJP: ‘দলে রাম-রাবন যুদ্ধ চলছে’, হুড়মুড়িয়ে টিএমসি গমন রুখতে বৈঠকে বঙ্গ বিজেপি

- Advertisement -

প্রবীণ নেতা তথাগত রায়ের বাণী দলটা নিশ্চিহ্ন হতে চলেছে। সেই বাণী যেন মিলতে শুরু করল। বিক্ষোভের পাহাড়ে চড়ে সংগঠন বাঁচাতে জরুরি মিটিংয়ে সমাধান খুঁজতে মরিয়া বঙ্গ বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার।

সদ্য সাময়িক বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদারের মমতা স্ততি আরও অস্বস্তিতে ফেলেছে। বিরোধী দল হিসেবে ভূমিকায় ব্যর্থ বলেই জয়প্রকাশবাবু ক্ষোভ উগরেছেন। রীতেশ তিওয়ারির ক্ষোভ সাংগঠনিক প্রক্রিয়া নিয়েই।  প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় জমেছে। জেলাস্তরে সংগঠন তলানিতে। পুরভোটের আগে তথৈবচ অবস্থা বিরোধী দলের।

   

বিক্ষুব্ধদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, ক্ষোভ কমানো করা যায় তা নিয়েই চিন্তিত সভাপতি। রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতাদের কাছে পরামর্শ চান। আবার অমিত শাহ জেপি নাড্ডার কাছে যেতে চান বিক্ষুব্ধরা।কোনপক্ষ বাজিমাত করবে তাই লাখ টাকার প্রশ্ন।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ১০ জানুয়ারির মধ্যে সব জেলা কমিটি তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। কিছুই হয়নি। দলের অভ্যন্তরে রাম-রাবন যুদ্ধ চলছে বলেই কটাক্ষ বিক্ষুব্ধ গোষ্ঠীর। মতুয়া গোষ্ঠীর প্রবল প্রতাপ ও ভোট ব্যাংকের কারণে নেতারা পদক্ষেপ নিতে গড়িমসি করছেন বলেও অভিযোগ।

দলীয় দফতরে বৈঠক থেকে সমাধান মিলবে না বলেই মনে করছেন জেলার নেতারা। অভিযোগ, রাজ্য নেতারা তো বটেই এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য যুদ্ধ করতেই ব্যাস্ত। সংগঠন পড়ছে হুড়মুড় করে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular