‘আমাদের অনুপ্রেরণা নেতাজী’ সাধারণতন্ত্র দিবসের ভাষণে বললেন রাষ্ট্রপতি

সাধারণতন্ত্র দিবসের (Republic Day) প্রাক সন্ধায় মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রথমেই দেশবাসীকে শুভেচ্ছা জানান। এরপরই তিনি বলেন আমাদের অনুপ্রেরণা নেতাজী। রাষ্ট্রপতি আরও…

President said in his Republic Day address

সাধারণতন্ত্র দিবসের (Republic Day) প্রাক সন্ধায় মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রথমেই দেশবাসীকে শুভেচ্ছা জানান। এরপরই তিনি বলেন আমাদের অনুপ্রেরণা নেতাজী। রাষ্ট্রপতি আরও বলেন, আমাদের বর্ণময় ও বৈচিত্র্য সমৃদ্ধ গণতন্ত্র গোটা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে।

রাষ্ট্রপতি এদিন তাঁর ভাষণে বলেন, স্বাধীন ভারত নির্মাণে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান কখনওই ভোলা যাবে না। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশ যে একদিন স্বাধীন হবে মানুষের মধ্যে এই আত্মবিশ্বাস তৈরি করেছিলেন নেতাজী। এভাবেই পরাধীন ভারতের মুক্তির দিশারী হয়ে উঠেছিলেন বাংলার এই বীর সন্তান।

   

নেতাজীর পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে জাতির জনক মহাত্মা গান্ধী-সহ অন্যদের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, গান্ধীজিই প্রথম বলেছিলেন আমাদের একমাত্র লক্ষ্য পূর্ণ স্বরাজ।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি আরও একবার দেশের সেনা জওয়ানদের কর্তব্যবোধের প্রশংসা করেন। তিনি বলেন, হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে রাজস্থানের মরু এলাকায় কঠিন পরিস্থিতির মধ্যে ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরা দিয়ে দেশকে সুরক্ষিত রেখেছেন জওয়ানরা। সেনার তিন শাখা আরও অনেক শক্তিশালী হয়েছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আজ মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে।

রাষ্ট্রপতি এদিন তাঁর ভাষণে করোনা পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন ভারতের লোক সংখ্যা অনেক বেশি। তাই করোনার বিরুদ্ধে লড়াইটাও ছিল অনেক কঠিন। কিন্তু আমরা সেই লড়াইটা সাফল্যের সঙ্গে লড়েছি। এই লড়াইয়ের কাজে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে ভূমিকা পালন করেছেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। শুধু নিজেদের দেশে নয়, একাধিক দেশকে আমরা সঙ্কটের সময়ে ভ্যাকসিন সরবরাহ করেছি।

রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারী এখনো কেটে যায়নি। তাই মানুষকে সাবধানে পথ চলতে হবে। প্রত্যেককে মাস্ক পড়তে এবং করোনা বিধি মেনে চলতে রাষ্ট্রপতি পরামর্শ দেন।

রাষ্ট্রপতি আরও বলেন, করোনা পরিস্থিতিতে ভেঙে পড়েছিল দেশের অর্থনীতি। সেই অবস্থা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। মজবুত হয়েছে আর্থিক পরিকাঠামো। দেশে আগের তুলনায় ডিজিটাল লেনদেন অনেক বেড়েছে।

রাষ্ট্রপতি এদিন তাঁর ভাষণে অলিম্পিকে সফল ক্রীড়াবিদদের কথাও উল্লেখ করেন। তিনি বলেন এই সব ক্রীড়াবিদ দেশের মুখ উজ্জ্বল করেছেন। গোটা বিশ্বের মাঝে ভারতকে তুলে ধরেছেন।