রাশিয়ার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত, ইউক্রেন থেকে নাগরিকদের ফেরাচ্ছে বাইডেন

ইউক্রেন নিয়ে ক্রমশ চড়ছে পারদ। আমেরিকা ও রাশিয়ার মধ্যে পরিস্থিতি উত্তরোত্তর উত্তপ্ত হচ্ছে। ইতিমধ্যেই ইউক্রেন থেকে মার্কিন নাগরিকদের ফিরে আসার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর বক্তব্যে উসকে উঠছে বিশ্বের দুই শক্তিশালী দেশের সম্মুখসমরে নামার আশঙ্কা।

বৃহস্পতিবার বাইডেন নির্দেশ দিয়েছেন, ইউক্রেনে যে সব মার্কিন নাগরিকরা রয়েছেন, তাঁরা যেন অবিলম্বে দেশে ফিরে আসেন। মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যে এখন বেশ গরম তা ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন তিনি।

   

বাইডেন বলেছেন, আমেরিকার নাগরিকরা ইউক্রেন ছাড়ুন। রাশিয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, আমরা বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সাথে মোকাবিলা করছি। পরিস্থিতি খুব জটিল। সবকিছু দ্রুত অন্যরকম হয়ে যেতে পারে।

ইউক্রেন নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে কিছুদিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আমেরিকার সাড়ে আট হাজার সেনাকে হাই অ্যাল্যার্টে রাখা হয়েছে। ইউক্রেন-রাশিয়া সীমান্তে তাদের মোতায়েন করা হতে পারে বলে খবর।

অন্যদিকে রাশিয়া তাদের সীমান্তে ১ লক্ষ সেনা মোতায়েন করেছে। এ সবই যুদ্ধের জল্পনাকে উসকে দিয়েছে। আমেরিকার তরফে জানানো হয়েছে, সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্যই সেনা মোতায়েন করা হয়েছে। তবে বলা হচ্ছে সেনা বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হলেও সরকারিভাবে এখনও তাদের মোতায়েন করা হয়নি। সেনা ছাড়া ব্রিগেড কমব্যাট দল, লজিস্টিক কর্মী, চিকিৎসক, গোয়েন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাইডেন প্রশাসন জানিয়েছে রাশিয়া যদি ইউক্রেন দখলের চেষ্টা করে তবে আমেরিকা তার বিরোধিতা করবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন