‘বাবা তৃণমূলে ফিরলেও আমি বিজেপিতে ভালোই আছি’

ভাটপাড়া (Bhatpara) তৃণমূলেরও আবার বিজেপিরও! একই বাড়ি থেকে ভাটপাড়া পরিচালিত হয়। অর্জুন সিং (Arjun Singh) আপাতত তৃ়ণমূল কংগ্রেসে, তাঁর পুত্র পবন আছেন বিজেপিতে। আর সিপিআইএমের কটাক্ষ, বিজেমুলী খেলা হচ্ছে এখানে।

Advertisements

উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ার রাজনীতিতে বাহুবলী অর্জুন সিং গত পুরভোটের আগে ফের তৃ়নমূলে ফিরেছেন। রাজ্যে বিজেপির একটি সাংসদ সংখ্যা কমেছে। তবে যেমনটা ভাবা হয়েছিল অর্জুন পুত্র বাবার পথ ধরবেন তেমনটা হয়নি। তিনি বিজেপিতেই আছেন।

পবন সিং বলেছেন, বিজেপি তাঁকে সম্মান দিয়েছে। অনেক মানুষ ভোট দিয়েছেন। দলে সম্মানীয় জায়গা দেওয়া হয়েছে। বিজেপিতে থেকে যদি না নিজের সততার দাবি করতে পারি, তাহলে অন্য দলে গিয়ে কীভাবে সততা রক্ষা করব?

পুরভোটে ভাটপাড়ায় তৃ়ণমূলের সঙ্গে লড়া কঠিন বুঝতে পেরে দলবদলে নেন অর্জুন সিং। বিজেপি ভাটপাড়া সহ জেলার শিল্পাঞ্চলে তৃতীয় স্খানে নেমেছে। শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জিকে সামনে রেখে সিপিআইএম ভোট ব্যাংক ঘুরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবে ভাটপাড়ার বিধায়ক পবন সিং থেকে গেছেন বিজেপিতে।

Advertisements

অর্জুন পুত্রের বক্তব্য, বাবা বাবার মতো কাজ করছেন। রাজনীতি ছাড়া নিজের আদর্শ নিয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। রাজনীতি নয় বরং সামাজিক কাজের জন্য এসেছেন বলে জানালেন তিনি। ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করতে আসেননি।

২০২১ সালের আগে বিজেপির টিকিটে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন পবন সিং। ২০২১ সালে বিধানসভা নির্বাচনেও জয়ী হন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।  বাম শিবিরের কটাক্ষ, মুকুল রায় তো বলেইছেন যেই ত়ৃণমূল সেই বিজেপি!