Imran Khan: ‘বিশ্বাস করুন আমি কেবল ইমরান খানকেই মারতে চেয়েছিলাম’

ইমরান খানকে গুলি করার পর জেমেইমা লিখলেন ‘Hero’ ! ইমরানের প্রাক্তন স্ত্রীর টুইটে আলোড়িত পাকিস্তান(Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) গুলিবিদ্ধ। তাঁকে খুনের জন্যই…

Murder Attempt on Imran Khan
  • ইমরান খানকে গুলি করার পর জেমেইমা লিখলেন ‘Hero’ !
  • ইমরানের প্রাক্তন স্ত্রীর টুইটে আলোড়িত পাকিস্তান(Pakistan)

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) গুলিবিদ্ধ। তাঁকে খুনের জন্যই গুলি করেছিলাম বলে ঘটনাস্থল থেকে ধৃত যুবক পাক সংবাদমাধ্যমে জানিয়েছে। ধৃত যুবকের ছবি দিলেও তার বিষয়ে বিস্তারিত জানায়নি পাকিস্তান সরকার।  ধৃত যুবকের দাবি, ইমরান খান পাক নাগরিকদের বিভ্রান্ত করে চলেছেন। সেই কারণে তাকে খুন করতে গেছিলাম।

  • প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পায়ে গুলি লেগেছে
  • লাহোরের বিখ্যাত সওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খান
  • নিজের মায়ের নামে এই ক্যানসার হাসপাতাল তৈরি করান ইমরান

Murder Attempt on Imran Khan

বৃহস্পতিবার ইমরান খান গুলিবিদ্ধ হন গুজরানওয়ালার জনসভা চলাকালীন। তেহরিক ই ইনসাফ দলের তরফে এই সমাবেশ ছিল সরকার বিরোধী। ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্রুত নির্বাচনের দাবিতে পাকিস্তান জুড়ে লং মার্চ করছেন ইমরান খান।

গুজরানওয়ালার সমাবেশে এক যুবক ভিড়ের মাঝে গুলি চালায়। কয়েকজন জখম হয়। গুলি করার সময় হামলাকারীকে আরও এক যুবক ধরে ফেলে। গুলি চালানোর মুহূর্ত ভিডিওতে ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে এক যুবককে জাপটে ধরেছেন আরও একজন। এই ছবি দেখে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমেইমা টুইট করেন।

Imran Khan: 'বিশ্বাস করুন আমি কেবল ইমরান খানকেই মারতে চেয়েছিলাম'

জেমেইমা গোল্ডস্নিথ টুইটে লেখেন,  খানের পুত্রদের এই হিরোর মতো যুবকটির প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত।  ওর জন্যই তাদের পিতা জীবন পেল।

Advertisements

Imran Khan: 'বিশ্বাস করুন আমি কেবল ইমরান খানকেই মারতে চেয়েছিলাম'

টুইটে জেমেইমা রক্ষাকারী যুবকের পরিচয় দিতে গিয়ে জানান। ইমরান খানের উপর হামলার ভয়াবহ ঘটনা। ইবতিজাম নামে এই যুবক হামলা থেকে রক্ষা করেছে। যুবকটির ছবি দিয়ে তাকে হিরো বলেছেন জেমেইমা।

জেমেইমা ও ইমরান খানের বিবাহ বিচ্ছেদ হয় ২০০৪ সালে। তার পর থেকে পাকিস্তানের বিষয়ে বারবার ইমরান খানকে কটাক্ষ করেছেন জেমেইমা। ইমরান খা পরে আরও দুটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে ভাঙার পর তিনি তৃতীয় বিয়ে করেন। তাঁর বর্তমান স্ত্রী বুশরা মানেকা।