Beauty: নিমেষে দূর করুন ডার্ক সার্কেল

কথায় বলে, চোখই মনের আয়না। কাজল কালো মায়াবী চোখ মুগ্ধ করে সকলকেই। কিন্তু, রাতে না ঘুমানোর পাশাপাশি অতিরিক্ত কম্পিউটার ও মোবাইল ব্যবহারের কারণেও চোখের আশেপাশের…

beauty-remove-dark-circles

কথায় বলে, চোখই মনের আয়না। কাজল কালো মায়াবী চোখ মুগ্ধ করে সকলকেই। কিন্তু, রাতে না ঘুমানোর পাশাপাশি অতিরিক্ত কম্পিউটার ও মোবাইল ব্যবহারের কারণেও চোখের আশেপাশের অংশ কালো হয়ে যেতে পারে। আবার মানসিক চাপের ফলেও দেখা দেয় ডার্ক সার্কেল।ডার্ক সার্কেল পুরুষ, মহিলা নির্বিশেষে সকলের ক্ষেত্রেই এক বিষম সমস্যা।

এই ডার্ক সার্কেল কমানোর জন্য বাজারে অনেক সিন্থেটিক সিরাম, ক্রিম পাওয়া যায়। তবে সেসবের থেকে ঘরোয়া টোটকা আপনার স্বাস্থ্য ও ত্বক দুয়ের পক্ষেই ভালো। ডার্ক সার্কেল দূর করতে রইল কয়েকটি ঘরোয়া টোটকা…

   

১) শসা স্লাইস করে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টার জন্য। ঠাণ্ডা শসা চোখের উপর দিয়ে রাখুন ১০ মিনিট। হালকা গরম জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

২) গোলাপজলে তুলো ভিজিয়ে চোখের ওপর দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন চোখ।

৩) খোসা সহ আলু বেটে চোখের নীচে লাগান। ৩ থেকে ৪ দিন এই প্যাক ব্যবহার করলেই চোখের কালো দাগ দূর হয়ে যাবে।

৪) তুলোর বল ঠাণ্ডা দুধে ভিজিয়ে নিয়ে ভেজা তুলোর বল আপানার চোখে ওপর রাখুন। ১০/১৫ মিনিট পর সরিয়ে দিয়ে ভালো করে চোখ ধুয়ে নিন

৫) রোজ রাতে শোওয়ার আগে ডার্ক সার্কেলের উপর আমন্ড অয়েল লাগিয়ে হাল্কা ম্যাসেজ করুন। তারপর ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।