জেনে নিন বাড়ির ছোট্ট সদস্যকে কীভাবে বইমুখী করবেন

“বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো”…আর সেই বইকেই যদি ছোটবেলা থেকেই জীবনের প্রধান সঙ্গী করে তোলা যায়, তাহলে নির্দ্বিধায় ভবিষ্যত বহুগুণে উজ্জ্বল…

Easy ways to build your kid's interest in reading books

“বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো”…আর সেই বইকেই যদি ছোটবেলা থেকেই জীবনের প্রধান সঙ্গী করে তোলা যায়, তাহলে নির্দ্বিধায় ভবিষ্যত বহুগুণে উজ্জ্বল হয়ে ওঠে। বই পড়াই পৃথিবীর একমাত্র নেশা যা মানুষের উন্নতি সাধন করে। তাই শিশুকাল থেকেই বই পড়ার অভ্যাস থাকলে সময়ের সঙ্গে সঙ্গে সমৃদ্ধ হন সেই ব্যক্তি।একটি শিশু বই পড়েই তার কল্পনার পৃথিবী এবং বাস্তবের পৃথিবীর সঙ্গে সংযোগ স্হাপন করতে পারে।

জেনে নেওয়া যাক, কিভাবে শিশুর জ্ঞানকে বিকশিত করার জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন।

   

১) শিশুর বয়স আড়াই-তিন বছর পার হলেই প্রতিদিন রাতে ঘুমানোর আগে গল্প বা কবিতা পড়ে শোনান। ঘুমোনোর আগে গল্প বা কবিতা শুনলে তার চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে।

২) সন্তান একটু বড় হলেই আপনার কাজ হবে তার জন্য নতুন নতুন বই কিনে আনা। এভাবেই দেখবেন নতুন বই আসার আগেই সে পুরনো বইগুলো পড়ে ফেলেছে এবং নতুন বই আসার জন্য অপেক্ষা করছে!

৩) বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাইলে ছোটবেলায় শিশুর জন্মদিনে বই উপহার দিন। এর ফলে আপনার সন্তানও, বইয়ের প্রতি আপনি যে অনেক গুরুত্ব দিচ্ছেন সেটি বুঝবে এবং ধীরে ধীরে নিজের মধ্যেও বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হবে।

৪) সন্তান কিছু অবদার করলেই তাকে বই কিনে দিন। শিশুদের নিয়মিত বইয়ের দোকান, বইমেলায় বিভিন্ন প্রকাশনীর স্টলে নিয়ে যান। সেখানে গিয়ে তাকে নিজের পছন্দমত বই কিনতে উৎসাহিত করুন।

৫) সর্বপরি, কাজের ফাঁকে আপনিও কাজের ফাঁকে সন্তানের সঙ্গে বসে বই পড়ুন। আর আমরা সকলেই জানি, শিশুরা বড়দের অনুকরন করতে ভালোবাসে। বাড়ির ছোট্ট সদস্য টি যদি নিজের মা বাবাকে বই পড়তে দেখে তাহলে নিজেও বই পড়তে আগ্রহী হবে