Banks closed: বৃহস্পতিবার থেকে একটানা চার দিন বন্ধ ব্যাংক, ভোগান্তি এড়াতে আগে ভাগে যান

টানা চার দিন বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাংক (Banks closed)। বৃহস্পতিবার অর্থাৎ ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই অবস্থায় কী করবেন ভেবে নিন। রিজার্ভ ব্যাংকের…

Banks closed

টানা চার দিন বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাংক (Banks closed)। বৃহস্পতিবার অর্থাৎ ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই অবস্থায় কী করবেন ভেবে নিন। রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা থেকে জানা গিয়েছে, ১৪ এপ্রিল বিআর আম্বেদকর জন্মজয়ন্তী। পাশাপাশি রয়েছে মহাবীর জয়ন্তী, বৈশাখী। তাই বৃহস্পতিবার মেঘালয় ও হিমাচল প্রদেশ ছাড়া দেশের প্রায় সব রাজ্যে ব্যাংক বন্ধ থাকছে।

Advertisements

১৫ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গের ব্যাংক কর্মীরা ছুটি পাচ্ছেন। এছাড়াও ওই দিন রয়েছে গুড ফ্রাইডে, হিমাচল ডে। তাই শুক্রবার রাজস্থান ও জম্মু-কাশ্মীর ছাড়া সব রাজ্যেই ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। তবে ১৬ এপ্রিল অর্থাৎ শনিবার শুধুমাত্র অসমে ব্যাংক পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। কারণ ওইদিন বিহু উৎসব রয়েছে।

   

আরবিআই জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকলেও এটিএম পরিষেবায় কোন ব্যাঘাত ঘটবে না। অর্থাৎ এটিএম থেকে গ্রাহকরা নিজেদের প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন।

কেউ কেউ আশঙ্কা করছেন, শনিবার ব্যাংক খোলা থাকলেও ব্যাংকের কতজন কর্মী অফিসে আসবেন তা নিয়ে সন্দেহ আছে। কারণ একটানা চার দিন ছুটি মেলায় অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে বেরিয়ে যাবেন। ইতিমধ্যেই দীঘা, বকখালির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির হোটেলগুলিতে কোনও ঘর খালি নেই। ফলে কোন জরুরি প্রয়োজনে ব্যাংকে গেলেও কতটা কাজ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।