Bangladesh: ভারতে থেকে খুনের পরিকল্পনা করত মামুন, সংগঠনে আনল খালেদার দল

বাংলাদেশের (Bangladesh) বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে নেই বিএনপি (BNP)। তবে রাজপথে আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি তাদের সাংগঠনিক নেতা হিসেবে দায়িত্ব দিল…

বাংলাদেশের (Bangladesh) বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে নেই বিএনপি (BNP)। তবে রাজপথে আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি তাদের সাংগঠনিক নেতা হিসেবে দায়িত্ব দিল ভারতে একসময় বন্দি দুষ্কৃতিকে। এ নিয়ে বিতর্ক প্রবল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মামুন। তার বিরুদ্ধে ঢাকার পুলিশের কাছে যেমন অপরাধমূলক তথ্য আছে, তেমলই আছে প্রতিবেশি ভারতে। গোপনে ভারতে ঢুকে দুষ্কৃতিদের পরিচালনা করায় জেল হয়েছিল মামুনের।এমনই মামুনকে ঢাকার পল্লবী থানার ৯১নং ওয়ার্ড (সাংগঠনিক ওয়ার্ড) কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এই কমিটি অনুমোদন করেছেন। 

মফিজুর রহমান মামুন ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা। বিতর্কিত বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর হাত ধরেই এক সময় দলীয় শাখা সংগঠন ছাত্রদলে যোগ দেয়। ঢাকা মহানগর পুলিশ সূত্রে খবর, ছুরি, ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনায় তার নাম আছে। ‘দাগি অপরাধী’ হিসেবেই ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা মিরপুরে মামুনের নাম  ছড়িয়ে আছে।

২০০১ সালে নিজের ছোট ভাইকে ছিনিয়ে নিতে পল্লবী থানা ঘেরাও করে বিতর্কিত হয় মামুন। গ্রেফতার হয়। জেল থেকে বেরিয়ে বাংলাদেশ ছাড়ে। গোপনে ভারতে চলে যায়। পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে ফের দুষ্কৃতিমূলক কাজে জড়ায়। পাসপোর্ট জালিয়তি ও অনুপ্রবেশের অভিযোগে মামুন ২০০৮ সালে সালে ভারতে গ্রেফতার হয়। ১০ বছর সাজাভোগ করেন। পরে জেল থেকে বেরিয়ে ভারত থেকেই বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ইব্রাহিম ও সাহাদাতের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে বাংলাদেশে ফের ঢুকে পড়ে মামুন। গত বছর মামুনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তার বিরুদ্ধে ২৭টি মামলা, ১৫টি গ্রেফতারি পরোয়ানা ও ২টি মামলায় সাজা হওয়ার তথ্য পাওয়া গেছে।

মামুনকে সাংগঠনিক পদে আনার পর বিএনপি নেতারা মুখ খুলতে নারাজ। তবে ঢাকার পল্লবী থানা জানাচ্ছে, মামুন একজন শীর্ষ অপরাধী।