IPL: ঋদ্ধিমান সাহাকে কিনল গুজরাট টাইটানস 

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২ নিলামে বাংলার ঋদ্ধিমান সাহাকে ১.৯০ কোটি টাকায় কিনলো গুজরাট টাইটানস। সঙ্গে বাংলার প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান ঋত্বিক চ্যাটার্জিকে ২০ লক্ষ টাকায়…

IPL Auction Wriddhiman Saha

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২ নিলামে বাংলার ঋদ্ধিমান সাহাকে ১.৯০ কোটি টাকায় কিনলো গুজরাট টাইটানস। সঙ্গে বাংলার প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান ঋত্বিক চ্যাটার্জিকে ২০ লক্ষ টাকায় কিনলো পাঞ্জাব কিংস। বাংলারই আর এক প্রতিভাবান তরুণ পেস বোলার আকাশদীপ সিংকে ২০ লক্ষ টাকায় কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইতিমধ্যেই মহম্মদ সামিকে ৬.২৫ কোটি টাকায় কিনেছে গুজরাট টাইটানস।বাংলার তরুণ প্রতিভাবান ক্রিকেটার সাহবাজ আহমেদকে ২.৪০ কোটি টাকায় কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

২০২২ আইপিএল নিলামে বাংলা দল থেকে ১৪ জন ক্রিকেটার নাম তালিকাভুক্ত হয়েছে। ওই তালিকাভুক্ত খেলোয়াড় হলেন মহম্মদ সামি,ঋদ্ধিমান সাহা,

সাহবাজ আহমেদ, আকাশদীপ সিং, ঈশান পোড়েল,ঋত্বিক রায় চৌধুরী,শ্রীবৎস গোস্বামী, সুদীপ চ্যাটার্জি, অভিমূন্য ঈশ্বরণ, কাইফ আহমেদ, মনোজ তিওয়ারি, প্রয়াস রায় বর্মন, মুকেশ কুমার,ঋত্বিক চ্যাটার্জি।

সম্প্রতি, ঋদ্ধিমান সাহার অবসর ইস্যুতে জোর জল্পনা তৈরি হয়েছিল।ঋদ্ধি নিজেই পরিষ্কার করে দিয়েছেন অবসর ইস্যুতে যে, ভারতীয় দলের টপ চারজন ফিটনেস ক্রিকেটারের মধ্যে তিনি একজন । যতদিন ফিট থাকবেন, তিনি খেলা চালিয়ে যাবেন।

অন্যদিকে, ঋত্বিক চ্যাটার্জির ১ ফেব্রুয়ারী ২০১৭ সালে ২০১৬-১৭ আন্তঃরাজ্য টি২০ টুর্নামেন্টে বাংলার অভিষেক হয়। ২০১৭ সালের ডিসেম্বরে, তিনি ২০১৭-১৮ রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে গুজরাটের বিরুদ্ধে বাংলার হয়ে ব্যাট করে প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন।

ঋত্বিক চ্যাটার্জি ২০১৭-১৮ বিজয় হাজারে ট্রফিতে ৫ ফেব্রুয়ারী ২০১৮ সালে বাংলার হয়ে তার লিস্ট ‘এ’ অভিষেক করে। জুলাই ২০১৮ সালে, ২০১৮-১৯ মরসুমে দলীপ ট্রফির জন্য ইন্ডিয়া রেড দলে তার নাম ছিল।