News Desk: ভারত সরকার বিরোধী উত্তর পূর্বাঞ্চল ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনের একদা মুক্তাঞ্চল বাংলাদেশের সিলেট বিভাগের সাতছড়ি অরণ্যে ফের উদ্ধার বড়সড় আগ্নেয়াস্ত্র সম্ভার। রকেট লঞ্চার, গোলা উদ্ধার হয়েছে।
সোমবার সকাল থেকে আন্তর্জাতিক সীমান্ত লাদেয়া সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চলে অভিযান চালাচ্ছে বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (RAB) বাহিনী। এই এলাকা ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন।
সিলেট বিভাগের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অন্তর্গত সাতছড়ি জাতীয় উদ্যানের অভিযান ঘিরে চাঞ্চল্য। এর আগেও একই এলাকা থেকে বারবার মিলেছে আগ্নেয়াস্ত্র ভাণ্ডার।
বাংলাদেশের সরকারের দাবি, সীমান্তের এই জঙ্গলে একসময় উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ডেরা ছিল। বিশেষত ত্রিপুরার দুটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি ও এটিটিএফের ঘাঁটি ছিল বাংলাদেশের সাতছড়ি অরণ্যাঞ্চল। সেই সময়ে বিচ্ছিন্নতাবাদীদের জমিয়ে রাখা আগ্নেয়াস্ত্রের সম্ভার এখনও মজুত রয়েছে।
সোমবার সকাল থেকে অভিযান চালায় র্যাব-৯ এর কাউন্টার টেররিজম ইউনিট। সিটিটিসি’র ডিসি আব্দুল মান্নান জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে সিটিটিসির অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। অভিযান এখনও চলছে।
হবিগঞ্জের সাতছড়ি থেকে গত পাঁচ মাসে র্যাব মোট চার দফা অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছে এবং বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে।
<
p style=”text-align: justify;”>ত্রিপুরার লাগোয়া বাংলাদেশের সাতছড়ি অরণ্যে বি়ভিন্ন সময়ে বিপুল অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির ঘাঁটি বাংলাদেশের এই বনাঞ্চল। এমনই বিস্ফোরক দাবি আগেই করেন ত্রিপুরীর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর দাবির পর প্রবল আলোড়ন ছড়িয়েছিল ঢাকা ও নয়াদিল্লিতে। পরে বাংলাদেশ সরকার জানায়, প্রতিবেশি ভারতের কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে রেয়াত করা হবে না। সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।