Bangladesh: কালবৈশাখীর কালো মেঘে ঢেকে গেল ঢাকা, কলকাতার দিকে যাচ্ছে

বছরের প্রথম কালবৈশাখীর ঝড়ে উড়ে আসা কালো মেঘ ভিজিয়ে দিয়েছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী শহর ঢাকার সর্বত্র। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, জলীয় মেঘের বিস্তার সীমান্তের ওপারে…

বছরের প্রথম কালবৈশাখীর ঝড়ে উড়ে আসা কালো মেঘ ভিজিয়ে দিয়েছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী শহর ঢাকার সর্বত্র। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, জলীয় মেঘের বিস্তার সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের দিকে ছড়িয়েছে। প্রবল গরমের পর ঢাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হবে কলকাতার দিকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার ভোরে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৈশাখী ঝড় বয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারাদিন কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কালবৈশাখী বয়ে যায়। এ সময়ে বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮ কিলোমিটার পর্যন্ত ছিল। বুধবার সকালে নওগাঁ, বগুড়া ও ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এ সময় ঢাকায় বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯ কিলোমিটার ছিল।

ঢাকায় সকাল পৌনে ৭টায় চারিদিক অন্ধকার হয়ে আসে। শুরু হয় কালবৈশাখী ঝড়। সঙ্গে ছিল বজ্রসহ বৃষ্টি। তবে তীব্র গুমোট সরিয়ে বৃষ্টি নিয়ে আসে প্রশান্তি। গত কিছুদিন ধরে গরমে নাগরিকদের প্রাণ ওষ্ঠাগত ছিল। ৪৫ মিনিট স্থায়ী ঝড়বৃষ্টি সকাল পৌঁনে ৮টার দিকে অনেকটাই কমে যায়।

এর পরেই আবহাওয়াবিদরা জানান, কালবৈশাখীর গতি পশ্চিমবঙ্গের দিকে।