Bangladesh: ভারতে করোনা সংক্রমণ বাড়ছে, বাংলাদেশে সতর্কতার বার্তা

প্রতিবেশি ভারতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। ফলে বাংলাদেশ (Bangladesh) সরকার সতর্কতার বার্তা দিল। বাংলাদেশের । স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিবেশি দেশ ভারতে আবারও…

প্রতিবেশি ভারতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। ফলে বাংলাদেশ (Bangladesh) সরকার সতর্কতার বার্তা দিল। বাংলাদেশের । স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিবেশি দেশ ভারতে আবারও নভেল করোনাভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে। আমাদের এখানেও বাড়তে পারে। কাজেই আমাদের আরও সতর্ক হতে হবে।

রবিবার ঢাকায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এখন করোনায় মৃত্যু শূন্যের কোঠায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই, সবাইকে সচেতন ও সাবধান হতে হবে।

   

জাহিদ মালেক আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে কোনও ধরনের খাদ্যসংকট হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। আমরাও সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে পেরেছি।

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিসংখ্যানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের দিকে বেশি নজর রাখছে বাংলাদেশ সরকার। কারণ, এই তিন ভারতীয় রাজ্যে বাংলাদেশিদের বেশি যাতায়াত। আর ভারতের রাজধানী দিল্লির করোনা সংক্রমণ নিয়েও চিন্তিত ঢাকা। বাংলাদেশের বহু নাগরিক কলকাতার পাশাপাশি দিল্লি যান। ফলে দিল্লি থেকে ঢাকায় ফেরা প্রত্যেকের দিকে বিশেষ নজর রাখা দরকার এমনই মনে করছেন বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই ভারতের রাজধানী দিল্লির ব্যবসায়ী সংগঠনগুলি সরকারের কাছে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার দাবি তুলেছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, রাতারাতি মাস্ক ব্যবহার বন্ধ করে দেওয়া ছিল সরকারের ভুল সিদ্ধান্ত। কারণ করোনা এখনও সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। বরং নতুন ভ্যারিয়েন্ট ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে।