Bangladesh: যুক্তিবাদী হুমায়ুন আজাদ হত্যার রায়, খাগড়াগড় বিস্ফোরণে জড়িত সালেহীনের মৃত্যুদণ্ড

ভারতের জমি ব্যবহার করে বাংলাদেশে (Bangladesh) অস্থিরতা তৈরির যে নীল নকশা বুনেছে জেএমবি জঙ্গি সংগঠন, তাদেরই হামলায় মারাত্মক জখম হয়ে মারা যান যুক্তিবাদী লেখক ও…

ভারতের জমি ব্যবহার করে বাংলাদেশে (Bangladesh) অস্থিরতা তৈরির যে নীল নকশা বুনেছে জেএমবি জঙ্গি সংগঠন, তাদেরই হামলায় মারাত্মক জখম হয়ে মারা যান যুক্তিবাদী লেখক ও ভাষা বিজ্ঞানী হুমায়ুন আজাদ। দীর্ঘ ১৮ বছর পর এই হত্যা মামলার রায় বের হলো। এই রায়ে আসামী জঙ্গিদের ফাঁসির সাজা হয়েছে।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার জন হলো, মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ, সালেহীন ওরফে সালাউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে সাবু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও শিক্ষাবিদ ড. হুমায়ুন আজাদের হত্যা মামলার রায় ঘিরে কড়া নিরাপত্তা ছিল আদালতে। কারণ, জামাত উল মুজাহিদিন জঙ্গি সংগঠনটি এই মামলায় জড়িত।

অধ্যাপক হুমায়ুন আজাদ বাংলাদেশের অন্যতম মুক্ত চিন্তার যুক্তিবাদী লেখক ছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুমায়ুন আজাদকে খুনের ছক করেছিল জেএমবি জঙ্গি সংগঠন। ২০০৪  সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকার অমর একুশে বইমেলা থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুন আজাদকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তিনি মারাত্মক জখম হন। টানা ২২ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসা করান। একই বছর জার্মানিতে চলে যান। সেখানেই ১২ আগস্ট মারা যান।

হুমায়ূন আজাদকে যেভাবে কুপিয়ে খুনের ছক করা হয়েছিল ঠিক একই কায়দায় ১১ বছর পর ২০১৫ সালে অমর একুশে বইমেলার সামনে কুপিয়ে খুূন করা হয় মুক্তমনা লেখক অভিজিত রায়কে।

অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলার তদন্তে নেমে বাংলাদেশ পুলিশ ২০০৭ সালে জেএমবি জঙ্গি সংগঠনের ততকালীন প্রধান  শায়খ আবদুর রহমান সহ কয়েকজনকে চিহ্নিত করে। পরে শায়খ আবদুর রহমানের ফাঁসি হয় অন্য একটি নাশকতার মামলায়।

হুমায়ুন আজাদ হত্যার মামলায় বাকিদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ মোস্ট ওয়ান্টেড জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন। বুধবার তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত।

সালেহীন পলাতক। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল এলাকায় পুলিশের প্রিজনভ্যান থেকে সালেহীন কে ছিনিয়ে নিয়েছিল জেএমবি জঙ্গিরা। এর পরেই সে ভারতে ঢুকে পড়ে গোপনে। শুরু হয় সালেহীনের নেতৃত্বে জেএমবির ভারতীয় শাখা তৈরি ও নাশকতার ছক। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের খাগড়াগড়ে জেএমবি ঘাঁটি তৈরি হয়। ২০১৪ সালের ২ অক্টোবর হয় সেখানে বিস্ফোরণ। তদন্তে উঠে আসে সালেহীন ও জেএমবির কার্যকলাপ। তবে সালেহীন এখনও বেপাত্তা।