Sports News : পাকিস্তানকে ধরাশায়ী করা ভারতীয় কিংবদন্তি খতম করেছেন একের পর এক জঙ্গি

Sports News : লড়াই কখনও থেমে থাকে না। ফিরে আসা যায় বারেবারে। প্রমাণ করেছিলেন যুগরাজ সিং (Jugraj Singh)। ভারতীয় হকির সর্বকালের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার।…

Sports News : লড়াই কখনও থেমে থাকে না। ফিরে আসা যায় বারেবারে। প্রমাণ করেছিলেন যুগরাজ সিং (Jugraj Singh)। ভারতীয় হকির সর্বকালের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার। পরে কাঁধে তুলে নিয়েছিলেন দেশ সেবার গুরু দায়িত্ব। তাঁর হাতে নিকেশ হয়েছে একের পর এক জঙ্গি।

ভারত-পাকিস্তান ম্যাচ, ২০০৩ সাল। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। দু’টি গোল করেছিলেন যুগরাজ সিং। বিরতির আগে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে পাকিস্তান। বিরতির আগে ৩-২ গোলে পিছিয়ে পড়ে ভারত।

এর পরের ঘটনা আরও বিস্ময়কর। ১৯ মিনিটের মধ্যে পাঁচটি গোল করে ভারত। একাধিক গোলের পিছনে অবদান রেখেছিলেন কিংবদন্তি যুগরাজ। এথেন্স অলিম্পিকের আগে নতুন নায়কের সন্ধান পেয়েছিল ভারত।

পাঞ্জাব তনয় যখন কেরিয়ারের শীর্ষে, তখনই ঘটে অঘটন। ওই বছর সেপ্টেম্বরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। দেহের একাধিক জায়গায় আঘাত। হকি স্টিক হাতে মাঠে ফিরে আসার হয়ে পড়েছিল অসম্ভব। ২০০৮ সালে বিদায় জানিয়েছিলেন হকি ফিল্ডকে। তবে তিনি ফিরে এসেছিলেন। অন্যভাবে।

২০১৫ সালে পাঞ্জাব পুলিশের ডিএসপি যুগরাজ সিং। সন্ত্রাস দমন শাখার দায়িত্ব উঠেছিল তাঁর কাঁধে। হকি স্টিকের বদলে হাতে তখন বন্দুক। এক্ষেত্রেও তাঁর নিশানা নির্ভুল। নিকেশ একের পর এক জঙ্গি। এভাবেই ফিরে এসেছিলেন ভারতের যুগরাজ সিং।