Bangladesh: জেনে নিন কেন ‘পিওনরা এমপিদের দাম দেয় না’ বাংলাদেশে

হাসিনার অস্বস্তি বাড়িয়ে আমলা চাকে ঢিল সাংসদের

বাংলাদেশ (Bangladesh) জাতীয় সংসদের অধিবেশনে বোমা ফাটালেন ক্ষমতাসীন দল আওয়ামী লীদের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশে এমন আমলাতন্ত্র চলছে যে সচিবালয়ের পিয়ন পর্যন্ত সংসদ সদ্যদের (এমপি) মূল্যায়ন করেন না। দাম দেন না।

দলীয় সাংসদের এমন মন্তব্যের কারণে অস্বস্তিতে শেখ হাসিনার সরকার। কারণ, সাংসদ বাংলাদেশের চরম বিতর্কিত আমলাতান্ত্রিক কার্যকলাপের বিষয়টি ইস্যু করেছেন।

   

নাজিম উদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে অংশ নেওয়া এক মুক্তিযোদ্ধা। তিনি আওয়ামী লীগের হয়ে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত। তাঁর মন্তব্যের পরে আমলাতান্ত্রিক কার্যকলাপ নিয়ে বিতর্ক বাড়ছে।

জাতীয় সংসদে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ক্ষোভ প্রকাশ করেন এমপি নাজিম। তিনি বলেন, আপনার যারা সংসদ অধিবেশনে রয়েছেন, তাদের কাউকে আমলারা কোনও মূল্যায়ন করেন না। 

এমপি নাজিম উদ্দিন বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। একজন এমপির কোনও মূল্য নেই আমলার কাছে। জাতীয় সংসদ সদস্য হিসেবে একজন সচিবের কাছে গেলে মূল্যায়ন নেই। নিয়ম অনুযায়ী তারা আমাদের শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ তাদের নেই। তাদের পিয়ন পর্যন্ত আমাদের দাম দেন না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন