ISL: অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে ATK মোহনবাগানের ম্যাচ

ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসতেই তড়িঘড়ি আইএসএলের (ISL) ৫৩ তম, যা ওডিশা এফসি’র সঙ্গে হওয়ার কথা…

ATK Mohun Bagan

ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসতেই তড়িঘড়ি আইএসএলের (ISL) ৫৩ তম, যা ওডিশা এফসি’র সঙ্গে হওয়ার কথা ছিল ওই ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৫ জানুয়ারি ATK মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচও স্থগিত করা হয়।

এমন পরিস্থিতিতে সোমবার ATK মোহনবাগান টুইট পোস্ট করে জানিয়েছে, “আমরা ১২ এপ্রিল এএফসি কাপের প্রাথমিক রাউন্ড ২-এ নেপালের মছিন্দ্রা এফসি এবং শ্রীলঙ্কার ব্লু স্টারের মধ্যে বিজয়ীর সাথে লড়াই করব 🗓✅”।

   

কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের দাপটে ভারতের প্রোটিয়া সফরে কাটছাঁট করা হয়েছে। পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচিতে আমূল বদল এনে সফরসূচী সংক্ষিপ্ত করা হয়েছে।

আবার,ইন্ডিয়ান সুপার লীগের (ISL) সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ অ্যাথলেটিক স্টেডিয়াম বাম্বোলিমে হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি’র মধ্যে ম্যাচ নম্বর ৬৩ স্থগিত করার ঘোষণা করা হয়েছে প্রেস বিবৃতি করে৷ ম্যাচ স্থগিত করেই দায় ঝেড়ে ফেলতে চাইছে AIFF- FSDL কর্তৃপক্ষ।

ইন্ডিয়ান সুপার লীগ (ISL) টুর্নামেন্টের সংগঠক যৌথভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। গত রবিবার FSDL’র CEO মার্টিন বেইন ISL টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত দলকে ইমেল করেছে কোভিড-১৯ সংক্রমণের জেরে ম্যাচ স্থগিতকরণের ইস্যুতে।

ওই ইমেলে FSDL’র CEO উল্লেখ করেন,”যদি ১৫ জন খেলোয়াড় একটি ম্যাচের জন্য উপলব্ধ না হয়, তাহলে লিগ চেষ্টা করবে এবং পরবর্তী তারিখে ম্যাচের সময়সূচী করার।” শুধুমাত্র কোনও ম্যাচ পুনঃনির্ধারণ সম্ভব না হলে, ওই ম্যাচ ৩-০ স্কোরলাইন ঘোষিত করা হবে”। এই ইমেল ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে।

প্রসঙ্গত, অতিমারির বিধিনিষেধকে ঠেঙ্গা দেখিয়ে বহাল তবিয়ৎ’এ চলছে ISL।কোভিড -১৯’র নতুন প্রজাতি ওমিক্রনের থাবায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ঘরোয়া ক্রিকেটের ২০২১-২২ মরসুমে রঞ্জি ট্রফি, কর্ণেল সিকে নাইডু ট্রফি এবং সিনিয়র উইমেনস টি২০ লিগ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে,প্রেস বিবৃতি প্রকাশ করে।

অন্যদিকে, ২০২১-২২ মরসুমে আই লিগ কলকাতায় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে লিগ কমিটি সিদ্ধান্ত নেয় ওমিক্রন ভেরিয়েন্টের বাড়বাড়ন্তের কারণে আই লিগ (I-League) সাময়িক ভাবে স্থগিত করার।

এমন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এএফসি (AFC) কাপের প্রাথমিক রাউন্ড ২-এ অংশগ্রহণ করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, যদি না কোভিড-১৯ প্রোটকল মেনে বায়ো বাবোল টু বাবোলের মধ্যে দিয়ে যাওয়া না যায়। ফুটবলার, হেডকোচ এবং সার্পোট স্টাফদের মধ্যেও একঘেয়েমিতা বাসা বাধতে পারে। আর এই একঘেয়েমিতার খেসারৎ পারফরম্যান্সের ওপড় পড়বে না এমন কথা জোর দিয়ে বলার কোনও জায়গা নেই। তাই ATK মোহনবাগান এএফসি কাপের প্রাথমিক রাউন্ড ২-এ খেলার বিষয়ে উৎসাহ দেখালেও এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেননা খেলোয়াড়রা লাগাতার বায়ো বাবোলের মধ্যে দিয়েই জীবন যাপন করে চলেছে। পেশাদার ফুটবলার হলেও মানসিক অবস্থা অর্থাৎ বায়ো বাবোলের একঘেয়েমিতাই এই ম্যাচকে অনিশ্চয়তার পথে ক্রমশই এগিয়ে দিচ্ছে।