রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৯ হাজারের ঘরে, নেপথ্যে তুলনামূলক কম নমুনা পরীক্ষা

করোনার তৃতীয় ঢেউয়ে উদ্বেগজনক অবস্থা বাংলার। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই সময় কিছুদিন ধরেই রাজ্যে করোনা পরীক্ষা ঘিরে নয়া বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে,…

new variants of corona

করোনার তৃতীয় ঢেউয়ে উদ্বেগজনক অবস্থা বাংলার। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই সময় কিছুদিন ধরেই রাজ্যে করোনা পরীক্ষা ঘিরে নয়া বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, করোনা পরীক্ষার হার কমে যাওয়ায় রাজ্যে আক্রান্তের সংখ্যাও কমবে তাই এ নিয়ে স্বস্তির কোনও কারণ নেই।

স্বাস্থ্য দফতরের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৩৮৫ জন। রবিবার করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৯৩৮ । একদিনেই এত সংখ্যায় আক্রান্তের সংখ্যা কমায় রাজ্যে সামান্য স্বস্তি ফেরার কথা। কিন্তু চিকিৎসক মহল বলছে অন্য কথা। তাদের মতে, করোনার নমুনা পরীক্ষা কম হওয়ায় কমেছে আক্রান্তের সংখ্যা।

সোমবারের বুলেটিনে নমুনা পরীক্ষার সংখ্যা ৩৫,৫১৫। রবিবার নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ৫৩,৮৭৬। অর্থাৎ নমুনা পরীক্ষা কমেছে প্রায় ১৮ হাজার। স্বাভাবিকভাবেই কমেছে আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের, রবিবার করোনায় মৃতের সংখ্যা ৩৬। রবিবার বাংলার দৈনিক পজিটিভিটি রেট ২৭.৭৩ শতাংশ, সোমবার তা কমে দাঁড়িয়েছে ২৬.৪৩ শতাংশ।

কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১, ৮৭৯। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৭৬। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক মৃত্যুর নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৭।