উৎসব রক্তাক্ত বাংলাদেশে। কুষ্টিয়ায় সোমবার থেকে গোষ্ঠী সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি। একের পর এক মৃত্যুর খবর আসছে। প্রাথমিকভাবে চার জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে জখম আরও অনেকে।
বাংলাদেশের সরকারে (Bangladesh) থাকা দল আওয়ামী লীগের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে মৃত্যু মিছিল।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় থানার ওসি মুস্তাফিজুর রহমান রতন জানান এলাকার পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ।
সোমবার বিকেল থেকে সংঘর্ষ চলে। আওয়ামী লীগের দুই স্থানীয় নেতা কেরামত আলি বিশ্বাস ও মেহেদি হাসান গ্রুপের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, আস্থানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কেরামত আলি ও মেহেদি হাসান গ্রুপের মধ্যে বিরোধ অনেকদিন আগে থেকে। এরই জের ধরে সোমবার বিকেলে ওই দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে কেরামত আলি গ্রুপের রহিম মালিথা এবং মেহেদী হাসান গ্রুপের লাল্টু, মতিয়ার ও কাশেম নিহত হয়। তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
ওসি মুস্তাফিজুর রহমান রতন বলেন, এলাকায় পুলিশের অভিযান চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ১০ থেকে ১২ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।