বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের সংগঠনের সদস্য, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

তৃণমূলের অধ্যাপক সংগঠন পশ্চিমবঙ্গ কলেজ ও অধ্যাপক সমিতিতে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নাম। সোমবার এই তথ্য সামনে এসেছে। এই তথ্য প্রকাশ্যে…

Sukanta mazumdar

তৃণমূলের অধ্যাপক সংগঠন পশ্চিমবঙ্গ কলেজ ও অধ্যাপক সমিতিতে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নাম। সোমবার এই তথ্য সামনে এসেছে। এই তথ্য প্রকাশ্যে এনেছেন সংগঠনের সভাপতি কৃষ্ণকলি বসু। ২০১৩ থেকে সংগঠনের সদস্য সুকান্ত মজুমদার। দাবী করেছেন তিনি। ঘটনাকে ঘিরে বিজেপির অন্দরে অস্বস্তি বাড়তে শুরু করেছে।

তাঁর কথায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আহ্বায়কের সুপারিশে তাঁর সদস্যপদ মঞ্জুর করা হয়েছিল। পরে বিজেপির সাংসদ হলেও ইস্তফা দেননি। এমনকি রাজ্য সভাপতি হওয়ার পরেও ওই পদে রয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

এমনিতেই একাধিক নেতৃত্বের ক্ষোভের কারণে বিজেপির অন্দরে পারস্পরিক দ্বন্দ্ব দেখা দিয়েছে। গণ ইস্তফা দিতে শুরু করেছেন জেলা স্তরের নেতারাও। এমনকি রাজ্য নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

যা নিয়ে বিজেপি নেতাদের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন ধরে তৃণমূলে সক্রিয়তার কথা কেন গোপন করেছেন সুকান্ত মজুমদার? প্রশ্ন উঠতে শুরু করেছে। ৪ মে অমিত শাহের কাছে এর জবাব দেবেন রাজ্য সভাপতি? উঠছে প্রশ্ন