Asani Cyclone: সোমবার সাগর দানব অশনি চোখ খুলবে

Cyclone Jawad

বঙ্গোপসাগরের তিন দেশের উককূলে সতর্কতা জারি। তবে অশনির গতি বাংলাদেশের দিকেই বলে যাবতীয় গণনার ইঙ্গিত। মায়ানমারের উপকূলেও তাণ্ডব হবে। ভারতের দিকে আসছে না এই ঘূর্ণিঝড় (Asani Cyclone)

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, ২১ মার্চ সোমবার তা ঘূর্ণিঝড়ের আকার নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘অশনি’। সোমবার ‘অশনি’ ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে যাবে। এর সেটি বাংলাদেশ ও উত্তর মায়ানমারের দিকে গতিপথ তৈরি করে মঙ্গলবার ভূখণ্ডে প্রবেশ করবে।

   

অর্থাৎ সোমবার ঘুম ভাঙছে সাগর দানবের। এবার তার নাম অশনী। এই ঘূর্নি ঝড়ের নাম রেখেছে শ্রীলংকা। অশনীর পর পরই আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। সিত্রাং নামে এই সাইক্লোন  ইন্দোনেশিয়ার দিক থেকে বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলের দিকে আসতে পারে। সিত্রাং নাম রেখেছে থাইল্যান্ড।

সাম্প্রতিক কালে এপ্রিলের আগে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। কিন্তু এবার মধ্য মার্চে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করেছে ভারতের আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে সৃষ্ট নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে। এটি অশনীতে রূপান্তর হবে নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্বে যাত্রা অব্যাহত রাখবে এবং ১৯ মার্চ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে। ২০ মার্চ সকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে উঠবে।

আবহাওয়াবিদরা বলছেন, বসন্তের আবহ মিলিয়ে গিয়ে পুরোমাত্রায় গরম পড়বে। ভোর বা রাতের দিকে যে শিরশিরে অনুভূতি টের পাওয়া যাচ্ছে, তাো শেষ হবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় অস্বস্তি বাড়বে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন