AAP: মমতার চিন্তা বাড়িয়ে ২৪-এর ভোটে মহাজোট চান না কেজরি

২০১৯ এর লোকসভা নির্বাচনে তিনিই প্রথম দিল্লির বুকে বিরাট জনসভা করে জোটের পালে হাওয়া লাগিয়েছিলেন। সেই কেজরিওয়াল ভোল পাল্টে ফেললেন ২৪ এর নির্বাচনে। কারণ কী?…

২০১৯ এর লোকসভা নির্বাচনে তিনিই প্রথম দিল্লির বুকে বিরাট জনসভা করে জোটের পালে হাওয়া লাগিয়েছিলেন। সেই কেজরিওয়াল ভোল পাল্টে ফেললেন ২৪ এর নির্বাচনে। কারণ কী? তবে কী জোট চান না তিনি? অরবিন্দ কেজরিওয়ালের এহেন মন্তব্যের কারণ কী?

দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, আমি জানিনা কী করে রাজনীতি করতে হয়। আমি জানিনা কোনও দলকে হারাতে গেলে ১০ বা তার বেশি দলের জোট করতে হয়৷ আমি কাউকে হারাতে চাই না। আমি চাই দেশ জিতুক।

রাজনৈতিক মহলের ব্যাখা, ২০১৯ এর নির্বাচনের প্রেক্ষাপট ২৪ এর নির্বাচনের আগে পরিবর্তিত হয়েছে। দিল্লির বাইরে পাঞ্জাব, গোয়াতে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি। এর মধ্যে পাঞ্জাবে সরকার গঠন করেছে কেজরিওয়ালের দল৷ আগামীতে হিমাচল প্রদেশ, গুজরাটের নির্বাচনে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে। সেইসঙ্গে বাংলা, অসমে চলছে সদস্যপদ অভিযান।

২৪ এর নির্বাচনের আগে দেশজুড়ে জনপ্রিয়তা অর্জনে মরিয়া আপ। তাই জোটের ওপর ভরসা করছে না তাঁরা।

কেজরির অবস্থানে চিন্তা বাড়ল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার। তিনি মহাজোটের জন্য বারবার দরবার করছেন বিভিন্ন অ-বিজেপি দলের কাছে।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের য মহাজোট বিরোধী মন্তব্য ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এনডিএ শিবিরের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিরোধী জোট। সেখানে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করতে পারে তাঁরা। দিল্লিতে এবিষয়ে মমতার সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন কেজরিওয়াল। এখন উল্টোসূর কেন? প্রশ্ন রাজনৈতিক মহলের।