IRCTC: হোটেলের ডিলাক্স রুমের মত সাজানো ট্রেনের কোচ! ঘুরে আসুন নেপাল থেকে

IRCTC Nepal Tour Package

ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য বিশেষ ভাবে প্রস্তুত চার্টার্ড কোচের মাধ্যমে নেপাল ভ্রমণের বিশেষ প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। সৌজন্যে আইআরসিটিসি (IRCTC)। এই ট্যুর প্যাকেজে, বাতানুকুল তিন শয্যা বিশিষ্ট বিশেষ ট্রেনের কামরায়, যে কোনও নামী হোটেলের ডিলাক্স রুমের মতো করেই সাজানো হয়েছে বলে জানাচ্ছে আইআরসিটিসি।

এর সঙ্গে থাকবে নেপাল ঘুরিয়ে দেখানোর জন্য ট্যুর ম্যানেজার সহ নেপাল ভ্রমণের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা। খাওয়াদাওয়ার সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এই প্যাকেজের মধ্যেই। বিদেশের কোভিড বিধি নিষেধ মেনেই নেপালের দর্শনের সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এই প্যাকেজে বলেই জানাচ্ছে আইআরসিটিসি।

   

এই ট্যুর প্যাকেজের নামকরণ করা হয়েছে আইআরসিটিসি গ্রীষ্মকালীন স্পেশাল নেপাল নির্বানা। মোট ৭ রাত্রি ও ৮ দিনের মধ্যে সাজানো হয়েছে এই প্যাকেজকে। হাওড়া-রক্সল-হাওড়া বাতানোকুল তিন শয্যা বিশিষ্ট চার্টার্ড ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এই ট্যুরের জন্য আইআরসিটিসির তরফ থেকে। রেল সূত্রে খবর, এই ট্যুর প্যাকেজে কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা নির্ধারিত জিএসটি যুক্ত হবে।

পাশাপাশি যাত্রীদের দুটি টিকাকরণের শংসাপত্র সহ ভোটার কার্ড অথবা পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই ট্যুরে জন প্রতি খরচ পড়বে ২৮,২৪৫ টাকা। নেপালের চিতওয়ান জঙ্গল, পোখরা ও কাঠমান্ডু শহর এই ট্যুরের অন্তর্গত করা হয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন