TMC: অভিষেকের নেতৃত্ব নিয়ে তৃণমূলে বিস্ফোরণ আশঙ্কা, মন্ত্রীদের ক্ষোভ বাড়ছে

বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সেকেণ্ড-ইন-কম্যান্ডের পদ দিয়েছিল (TMC) তৃণমূল। এরপর দলের সাংগঠনিক রাশ ধরেছেন অভিষেক। কিন্তু তাঁর সাংগঠনিক পদক্ষেপ নিয়ে…

Abhishek Banerjee

বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সেকেণ্ড-ইন-কম্যান্ডের পদ দিয়েছিল (TMC) তৃণমূল। এরপর দলের সাংগঠনিক রাশ ধরেছেন অভিষেক। কিন্তু তাঁর সাংগঠনিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে দলেরই অন্দরে। সেই অসন্তোষের চাপা ক্ষোভ ক্রমশ বাড়তে শুরু করেছে। সময় গড়াতে তা এখন তৃণমূলের জন্যই বাড়তি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সম্প্রতি বিক্ষুব্ধ তালিকায় সবচেয়ে বড় যে নাম তাপস রায় এবং মদন মিত্র। দলীয় সূত্রে খবর, নতুন প্রজন্মকে জায়গা দেওয়া দরকার৷ এই কারণ দেখিয়ে তাপস রায় ও মদন মিত্রের মতো মমতা ঘনিষ্ঠ রাজনীতিবীদরা অবসর নিতে চাইলেও আসলে সাংগঠনিক স্তরে গুরুত্বহীনতা থেকেই একথা বলছেন তাঁরা৷ তার ওপর নয়া মন্ত্রিসভায় জায়গা না পাওয়ার আক্ষেপ তাদের আরও সরব হতে বাধ্য করেছে।

শনিবার তৃণমূল নিয়ে অসন্তোষ বাড়ালেন দলের আরও দুই বিধায়ক অরূপ রায় এবং সমীর পাঁজা৷ দীর্ঘ সময় ধরে হাওড়া গ্রামীণ ও হাওড়া সদরের সংগঠন সামলে এসেছেন দু’জনেই৷ কিন্তু সাংগঠনিক পদে রদবদল হতেই ডানা ছাঁটা হয় দুই বিধায়কের৷ মন্ত্রীপদের অরূপ রায় থাকলেও, দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সমীর পাঁজার ভাগে কিছু জোটেনি৷ সেখান থেকেই ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে।

হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়ের সঙ্গে এর আগে দ্বন্দ্ব লেগেছিল আরও এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। রাজীবের দলবদলের প্রধান কারণ অরূপ রায়। এমনটাই অনেকে মনে করেছিলেন৷ সূত্রের খবর, পরে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরলেও মেনে নিতে পারেননি অরূপ রায়৷ এরপর প্রকাশ্য মঞ্চ থেকে বারবার অরূপ রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে বলতে শোনা গেছে হাওড়া সদরের সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়কে৷ দলের তরফেও সাংসদের পদক্ষেপ নেওয়া হয়নি।

শনিবার সমীর পাঁজার ফেসবুক পোস্ট যখন রাজনৈতিক মহলকে উত্তপ্ত করেছে, তখন সেই আগুনেই ঘৃতাহুতি দিয়েছেন অরূপ রায়৷ দলের সতীর্থ সমীর পাঁজার হয়ে প্রকাশ্যে বললেন, সমীর পাঁজা দলের সম্পদ। তার হতাশা দুঃখজনক, ও অন্ধের মতো দল করে। দলকেও পুরনো কর্মীদের মর্যাদা দেওয়ার বিষয় ভাবতে হবে। সমীর ছাড়া হাওড়ায় দল অচল৷

বিধানসভা নির্বাচনে হাওড়া গ্রামীণের একাধিক বিধানসভা কেন্দ্রের সংগঠন সামলেছেন সমীর৷ এই জেলাতেই প্রত্যেকটি বিধানসভা তৃণমূলের দখলে যাওয়ার পিছনে বিরাট কৃতিত্ব রয়েছে সমীর পাঁজার। তাঁর দলত্যাগে জেলায় বিরাট ক্ষতি হতে চলেছে। এই গুঞ্জন শুরু হয়েছে উদয়নারায়নপুর, আমতা, জগৎবল্লভপুর সহ একাধিক বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায়৷

তৃণমূলের সাম্প্রতিক রাজনীতিতে এই অবক্ষয়ের কারণ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেই দোষারোপ করছেন নেতাদের একাংশ৷ জেলায় জেলায় ছড়াচ্ছে চাপা ক্ষোভ। সেই ক্ষোভ হাতিয়ার করছে বিরোধীরা।