Srilanka Crisis: ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী

তিন মাসের মাথায় ফের একবার অশান্ত হয়ে উঠেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। শনিবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। এমনকি বিক্ষোভকারীদের ‘ভয়’এ দেশ ছেড়ে অবধি পালিয়ে…

তিন মাসের মাথায় ফের একবার অশান্ত হয়ে উঠেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। শনিবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। এমনকি বিক্ষোভকারীদের ‘ভয়’এ দেশ ছেড়ে অবধি পালিয়ে গিয়েছেন গোতাবায়ে রাজাপক্ষে বলে খবর। এরই মাঝে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রনিল বিক্রমা সিংঘে।

পদত্যাগের ঘোষণার পর রনিল বিক্রমাসিংঘে সিংহলি ভাষায় একটি অডিও প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, তিনি পদত্যাগ করতে প্রস্তুত, কিন্তু কিছু শর্তসহ।

টুইটারে এক অডিও বার্তায় রনিল বলেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধানের সফর এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সিদ্ধান্তমূলক আলোচনার জন্য দেশের একটি সরকার অপরিহার্য। সরকারের প্রশাসন ছাড়া দেশকে নেতৃত্ব দেওয়া ভুল হবে।’

বিক্রমাসিংহের পদত্যাগ-এর কয়েক ঘন্টা পরে তার অফিস ঘোষণা করে যে তিনি একটি নতুন ঐক্য সরকারের জন্য পথ তৈরি করতে পদত্যাগ করতে ইচ্ছুক।

দলনেত্রীর বৈঠকের পর রনিল বিক্রমাসিংহে বিশেষ ঘোষণা করে উল্লেখ করেন, ‘আমি রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছিলাম যে, সর্বদলীয় সরকার গঠন করা উচিত। বর্তমানে দেশে জ্বালানি ও খাদ্যের ঘাটতির মতো সমস্যা রয়েছে।