Bomb Cyclone: বম্ব সাইক্লোনের ভয়ে আমেরিকা কাঁপছে, কুঁকড়ে গেছে কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করবে বম্ব সাইক্লোন। সেরকমই সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বম্ব সাইক্লোন(Bomb Cyclone) আসছে এমন সতর্কতায় আসন্ন বড়দিনের উৎসবের আগেই ভয় মার্কিন…

মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করবে বম্ব সাইক্লোন। সেরকমই সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বম্ব সাইক্লোন(Bomb Cyclone) আসছে এমন সতর্কতায় আসন্ন বড়দিনের উৎসবের আগেই ভয় মার্কিন মুলুকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে ৫০ ডিগ্রি পর্যন্ত৷ নষ্ট হতে পারে ক্রিসমাস উৎসব। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দুই থেকে চার ফুট পর্যন্ত বরফ পড়তে পারে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩৩ কোটি ৫০ লাখ৷ প্রায় অর্ধেক মার্কিননিবাসী আক্রান্ত হবেন বম্ব সাইক্লোনে।

বম্ব সাইক্লোনের ধাক্রায় তাপমাত্রায় প্রবল তুষারপাত হবে৷ জনজীবন বিঘ্ন ঘটতে পারে৷ প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা জারি করেছেন৷ তিনি জানিয়েছেন, ভয়াবহ তুষারপাত হতে চলেছে৷ আমেরিকা-কানাডা সীমান্ত অঞ্চল এই সাইক্লোনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে৷ মনটানা, ডাকোটাস, নেবরাস্কার মতো অঞ্চলে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে৷