Amazon: ইতিহাস গড়ে আমাজনে ইউনিয়ন

মার্কিন প্রযুক্তি সংস্থা আমাজনের (Amazon) কর্মীরা ইতিহাস গড়ল শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে ভোট দিয়ে। ১৯৯৪ সালে জন্ম নেওয়া এই বিখ্যাত বহুজাতিক সংস্থাটিতে এতদিন কোনও ইউনিয়ন…

Amazon workers just voted to join a union

মার্কিন প্রযুক্তি সংস্থা আমাজনের (Amazon) কর্মীরা ইতিহাস গড়ল শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে ভোট দিয়ে। ১৯৯৪ সালে জন্ম নেওয়া এই বিখ্যাত বহুজাতিক সংস্থাটিতে এতদিন কোনও ইউনিয়ন ছিল না ৷ বর্তমান ও প্রাক্তন কর্মীদের উদ্যোগে অবশেষে এতদিনে শ্রমিকদের ইউনিয়নটি গড়ে উঠল৷

নতুন এই সংগঠনটির নাম আমাজন লেবার ইউনিয়ন (এএলইউ)। এই ঘটনাটিকে সাম্প্রতিক সময়ে আমাজনের কর্মীদের জন্য বড় ধরনের বিজয় হিসেবেই দেখা হচ্ছে। তা ছাড়া নিউইয়র্ক সিটির একটি ওয়্যারহাউসে এই জয়ের পর প্রতিষ্ঠানটির অন্যান্য শাখাতেও দ্রুত ইউনিয়ন গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে ৷
এই ফলাফল আমাজন ও যুক্তরাষ্ট্রে বৃহত্তর শ্রমিক আন্দোলনের জন্য একটি মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছে বিভিন্নমহল।প্রসঙ্গত,আমাজনের একটি ওয়্যারহাউসে শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে ভোট পড়ার ঘটনা সম্পর্কে ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি সংস্থা, বড় শ্রমিক ইউনিয়ন, এমনকি হোয়াইট হাউস থেকেও স্বাগত জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানিয়েছেন, শ্রমিকদের কণ্ঠস্বর শোনার বিষয়টি নিশ্চিত হতে দেখে প্রেসিডেন্ট জো বাইডেন আনন্দিত।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন সূত্রে জানা গিয়েছে,নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডের জেএফকে ৮ ওয়্যারহাউসে ভোটাভুটির মাধ্যমে ইউনিয়ন করার অধিকার পায় আমাজনের কর্মীরা। ৮ হাজার ৩২৫ ভোটারের মধ্যে ৪ হাজার ৭৮৫ জন ভোট দিয়েছিলেন। তারফলে গত শুক্রবারের এই ভোটের ফলাফলে ইউনিয়ন গঠনের পক্ষে মত দেয় ২,৬৫৪টি। আর বিপক্ষে ভোট পড়েছে ২, ১৩১ টি। যদিও এই

ভোটের ফলাফলে সন্তুষ্ট নয় আমাজন কর্তৃপক্ষ। এই ফলাফলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের যুক্তি, এ ভাবে শ্রমিক ইউনিয়ন গঠন করা হলে তা শ্রমিকদের সঙ্গে কোম্পানির সরাসরি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ফলস্বররূপ কর্মীদের ভালো মজুরি বা চাকরির নিরাপত্তা থাকবে না। যদিও ইউনিয়নের নেতারা কর্মীদের কাছে ইউনিয়ন করার সুবিধা বোঝাতে সক্ষম হওয়ায় অবশেষে এই জয় পেয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁদের যুক্তি, এতে কোনও রকম চাকরি হারানোর ঝুঁকি ছাড়াই কাজের পরিবেশের উন্নতি হতে পারে এবং কর্মীবান্ধব কাজের সময়সূচি নিশ্চিত করা সম্ভব হবে। এই ইউনিয়নের নেতা হলেন এক কর্মী ক্রিশ্চিয়ান স্মলস। তাঁকে ইউনিয়ন গঠনের চেষ্টা ও শ্রমিকদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অপরাধে ২০২০ সালের মার্চে ছাঁটাই করেছিল আমাজন কর্তৃপক্ষ।