আদানিকে (Adani group) টাকা ধার দেওয়া ব্যাংক তালিকা খতিয়ে দেখবে রিজার্ভ ব্যাংক। সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ উঠেছে। এরপর থেকেই শেয়ার বাজারে রেকর্ড পতন হয়েছে। উত্তাল হয়েছে সংসদ। এবার আদানি গোষ্ঠীর ওপর নজর পড়ল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। কোন ব্যাঙ্ক থেকে কত ঋণ নিয়েছে আদানি গোষ্ঠী জানতে চাইল আরবিআই।
মোদীর ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর ঋণদাতাদের মধ্যে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্দাস্ল্যান্ড ব্যাঙ্ক। যে সমস্ত ব্যাংক ও আর্থিক সংস্থা আদানি গোষ্ঠীর মধ্যে পড়ে এমন কোনও সংস্থাকে ঋণ দানকারীদের সঙ্গে যোগাযোগ করেছে আরবিআই। গত কয়েকদিনে শেয়ার বাজারে আদানি এন্টারপ্রাইজের যেভাবে পতন হয়েছে, তা এখন সেবির নজরে।
বাজারে আদানি গোষ্ঠীর মোট ঋণের পরিমাণ ৩ হাজার কোটি ডলার। যার মধ্যে ৯০০ কোটি ডলার ধার করা হয়েছে ভারতের বিভিন্ন ব্যাঙ্কগুলি থেকে। ফলত, আদানি গোষ্ঠী বিরাট ক্ষতির মুখে পড়লে মুখ থুবড়ে পড়তে চলেএ ভারতীয় ব্যাঙ্কগুলি।