তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ২১-শে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিকে মঙ্গলবার ধূপগুড়িতে জনসভায় যোগ দিতে যাবার আগে ময়নাগুড়ির দোমহমিতে তৃণমূল কর্মীদের অনুরোধে দোমহনি বাজার ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি থেকে সড়ক পথে ধূপগুড়ি (Dhupguri) যাচ্ছিলেন অভিষেক৷ পথে দোমহনি বাজার এলাকায় অপেক্ষাকৃত তৃণমূল কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামান। এরপর স্থানীয় তৃণমূল কর্মীদের অনুরোধে দোমহনি বাজার এবং হাট ঘুরে দেখেন। এরপর দোমহনি কালি মন্দিরে পুজো দেন তিনি৷ স্থানীয় বাসিন্দারা অভিষেকের কাছে অভিযোগ করেন, কতিপয় মানুষ দোমহনি বাজার ও হাটের অর্ধসমাপ্ত কাজের ব্যাপারে অভিযোগ জানান।
![](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/07/abhishek-2.jpg)
ওই সময় অভিষেক দোমহনি থেকেই জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে ফোন করেন। আগামী দেড় মাসের মধ্যে দোমহনি হাটের অর্ধসমাপ্ত কাজ শেষ করার জন্য সভাপতির সঙ্গে কথা বলেন। এদিন হঠাৎ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দর্শন পেয়ে খুশি দোমহনির বাসিন্দারা।