Ukraine War: নব্য নাৎসিদের মানব ঢাল যেন মৃত্যুফাঁদ, অনাগত সন্তানকে রক্ষায় দৌড় অন্তঃসত্ত্বার

ইউক্রেনে বারুদের গন্ধ চারদিকে। চলেছে রুদ্ধশ্বাস উদ্ধার তৎপরতা। পদে পদে বাধা আর মৃত্যুঝুঁকি। মরছেন অনেকে। পলাতকদের মিছিলে প্রাণ বাঁচানোর চেষ্টা। আকাশে রুশ বোমারু বিমান, নিচে…

ইউক্রেনে বারুদের গন্ধ চারদিকে। চলেছে রুদ্ধশ্বাস উদ্ধার তৎপরতা। পদে পদে বাধা আর মৃত্যুঝুঁকি। মরছেন অনেকে। পলাতকদের মিছিলে প্রাণ বাঁচানোর চেষ্টা। আকাশে রুশ বোমারু বিমান, নিচে চলছে গুলি। এর মাঝে প্রতিরোধের নামে চলছে নব্য নাৎসিদের মানব ঢাল। অভিযোগ, নিজেরা আড়ালে থেকে নিরীহদের গুলির মুখে দাঁড় করিয়েছে এই উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা।

মস্কো বলেছে, উগ্র জাতীয়তাবাদীরা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহারের জন্য আটকে রেখেছে। কিয়েভের দাবি, রুশ সেনার হামলা রুখতে প্রতিরোধ চলছে।

   

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলে এখন ভয়াবহ পরিস্থিতি। শহরটিতে কয়েক ঘণ্টা যুদ্ধবিরতি ছিল শনিবার। অসামরিক মানুষকে সরে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল সুযোগ। তবে রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেও ফের হামলা চালায়। তাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইউক্রেন।

মারিউপোলের বেশিরভাগই প্রাণ বাঁচাতে দৌড়চ্ছেন। দিজ্ঞ্বিদিক। অনাগত সন্তানকে রক্ষায় দৌড়চ্ছেন অন্তঃসত্ত্বা। আন্তর্জাতিক রেড ক্রসের কর্মীরা মারিউপোলের পরিস্থিতিকে ‘বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন। জীবন নিয়ে পালাচ্ছে উদ্ভ্রান্ত মানুষ।

বিবিসির খবর, আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আভ্যন্তরীণ রুটে এবং প্রতিবেশী বেলারুশের ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এছাড়া রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেনি সেসব দেশের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে। আশঙ্কা আরও বড় হামলা করতে চলেছে রাশিয়া।