বই মেলায় হু হু করে বিকোচ্ছে বাংলাপক্ষ’র বই

বাংলাপক্ষ-র তরফ থেকে আন্তর্জাতিক বইমেলায় স্টল দেওয়া হয়েছে। বাংলাপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ‘আমাদের লক্ষ্য বাংলা পক্ষর আদর্শ আপামর বাঙালির কাছে পৌঁছে দেওয়া । বাংলা…

বাংলাপক্ষ-র তরফ থেকে আন্তর্জাতিক বইমেলায় স্টল দেওয়া হয়েছে। বাংলাপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ‘আমাদের লক্ষ্য বাংলা পক্ষর আদর্শ আপামর বাঙালির কাছে পৌঁছে দেওয়া । বাংলা পক্ষর সঙ্গে অনেকে যুক্ত হতে চান, কিন্তু কিভাবে যুক্ত হবেন সেটা জানেন না- সেক্ষেত্রে বইমেলায় স্টল খুব সাহায্য করছে। বিভিন্ন জেলা ও বিভিন্ন রাজ্য থেকে বাঙালি আসছে, দেখা করছে, সমস্যার কথা বলছে।”

আরও বলা হয়েছে, ‘বইমেলায় বাংলা পক্ষর মুখপত্র বাংলা পক্ষ বার্তা আমরা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারছি। বইমেলায় বাংলা পক্ষর স্টলে ভিড় সকলের নজর কাড়ছে।’ বাংলা পক্ষর তরফ থেকে বলা হয়েছে, ২টো বই পাওয়া যাচ্ছে-। একটি হল রনজিৎ রায়ের লেখা “ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ” এবং জনম মুখার্জীর লেখা
“ক্ষুধার্ত বাংলা”। ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ বইটি হু হু করে বিক্রি হচ্ছে। মনোরঞ্জন ব্যাপারী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধর অমিতাভ বন্দ্যোপাধ্যায়, নানা রাজনৈতিক নেতা, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক স্টলে আসছেন।

সেইসঙ্গে বাংলা পক্ষর বই, টিশার্ট, ক্যালেন্ডার, কাপ, ব্যাজ, উত্তরীয়, স্টিকার অবধি স্টলে মিলছে।