Horoscope: কেমন যাবে আপনার আজকের দিনটি?

Todays horoscope–Sunday 19 December 2021

মেষ: ভাল আর্থিক সুযোগ আসার সম্ভাবনা। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব বা কথা না বলাই ভাল হবে। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভক্তিমূলক কাজে মনোনিবেশ ও শান্তি। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ। গুরু জনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। বন্ধুর থেকে বদনাম জুটতে পারে।

বৃষ: সকালের দিকে বাড়তি ব্যবসা থেকে আয় হতে পারে। প্রেমে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। বাইরের অশান্তি ঘরে আসতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে। ঠাকুরের কাজে দান করে আনন্দ। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধায় মানসিক যন্ত্রণা। ব্যবসায় গুরু জনের সঙ্গে বিবাদের আশঙ্কা।

   

মিথুন: পাওনা অর্থ আদায় হতে পারে। আঘাতের জন্য নিরানন্দ হওয়ার সম্ভাবনা। কর্মস্থানে বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা থাকবে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে। আর্থিক সুবিধা আসতে পারে। পাওনা আদায়ে মাথা গরম হওয়ার যোগ রয়েছে। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতি হবে। ভাই বা বোনোর সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে।

কর্কট: বাড়িতে কোনও উৎপাত বাড়তে পারে। সকালের দিকে পেটের সমস্যা বাড়বে। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। বন্ধুর জন্য অকারণে রাগ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। আশা পূরণের জন্য আনন্দ। নীতির দিক দিয়ে কিছু ভুল হতে পারে। ব্যবসায় চাপ বাড়বে।

সিংহ: অতিরিক্ত কথায় বিবাদ বাধতে পারে। প্রেমে জটিলতা দেখা দিতে পারে। আজ ভ্রমণে বাধা আসার আশঙ্কা। বুদ্ধির ভুলে ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয় জনের থেকে কষ্ট পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বাড়বে।

কন্যা: পড়াশোনায় বিষণ্ণতা আসতে পারে। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, বিপদের আশঙ্কা আছে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। অফিসে আজ বেশি তর্ক না করাই ভাল। কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। ভাল কাজের পুরস্কার পেতে পারেন।

বৃশ্চিক: ভাইয়ের সঙ্গে বিবাদ থেকে একটু সাবধান থাকা দরকার। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। আজ বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। চোখের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর আসতে পারে। দাম্পত্য জীবন সুখকর হলেও মানসিক কষ্ট থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তির আশঙ্কা।

তুলা: রাস্তাঘাটে কোনও রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজ নিয়ে আলোচনা। পারিবারিক ছোটখাটো সমস্যা থাকলে তা কেটে যাবে। গুরু জনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কোনও কারণে ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। আজ প্রচুর পরিশ্রম হবে। তৃতীয় কারও জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাধতে পারে। আপনার উপর প্রতিবেশীর রাগ থাকবে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।

ধনু: বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ছোট রক্তপাতের আশঙ্কা আছে। ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা। বাবাকে নিয়ে চিন্তা বাড়তে পারে। অফিসে কারও সঙ্গে তর্ক বাধবে। আর্থিক চাপ বাড়তে পারে। মানসিক ভাবে আজ একটু চঞ্চল থাকতে পারেন। সামাজিক কারণে সুনাম বৃদ্ধি পাবে। পড়াশোনায় ভাল যোগাযোগ আসবে। গবেষণায় সাফল্য আসতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে।

মকর: বাড়িতে কোনও উৎপাত বাড়তে পারে। সকালের দিকে পেটের সমস্যা বাড়বে। ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। বন্ধুর জন্য অকারণে রাগ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। আশা পূরণের জন্য আনন্দ। নীতির দিক দিয়ে কিছু ভুল হতে পারে। ব্যবসায় চাপ বাড়বে।

কুম্ভ: একটু চেষ্টাতেই সাফল্য মিলতে পারে। অসৎ সঙ্গে অর্থনাশ হতে পারে। আজ সন্তানকে সাহায্য করতে পেরে শান্তির উদয় হবে। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীর খারাপ হওয়ার আশঙ্কা। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কর্মে বিপত্তির আশঙ্কা। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়বিক কারণে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলুন।

মীন: প্রিয় কোনও বস্তু নষ্ট হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য মানসিক চাপ আসবে। ব্যবসায় ভাল আয়ের যোগ আছে। প্রতিবাদী মনোভাবের জন্য অফিসে জটিলতা আসবে। একাধিক পথে আয় বাড়তে পারে। বাজে চিন্তার জন্য মানসিক চাপ বাড়তে পারে। ভাল কাজের জন্য উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগের হাত থেকে উদ্ধার পেতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন