পর্দার আড়ালে থেকে যায় Adult Industry। অনেক কথাই শোনা যায়। কিন্তু আসলে কী চলছে সে ব্যাপারে স্পষ্ট ধারণা নেই অনেকের। পর্দার পিছনের ছবি ফাঁস করেছেন বছর কুড়ির পামেলা কারমেন।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এক খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন তিনি। পামেলা একজন স্টিপার। থাকেন আমেরিকার কেন্টিকি শহরে।
তিনি জানিয়েছেন, কপাল ভালো থাকলে এক রাতেই কামানো যায় হাজার হাজার টাকা। কিন্তু এমনও দিন যায় যখন পকেটে আসেনি একটা টাকাও। ক্লাব থেকে ধার নিতে হয় তখন। এইভাবেই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর। বলা ভালো, এই পেশায় যুক্ত ব্যক্তিদের।
পামেলার কথায়, ‘টিকটিকের মতো প্লাটফর্মে পোস্ট করা ছবি দেখে অনেক কিছু মনে হতে পারে। কিন্তু বাস্তব সেটা নয়। বাস্তব ওতো ঝাঁ চকচকে নয়। ভেবেচিন্তে জীবন ধারণ করতে হয় আমাদের।’
যারা এই পেশায় আসার কথা ভাবছেন তাঁদের জন্য রয়েছে পামেলার সতর্কবাণী। তাঁর উপদেশ, ‘অর্থ উপার্জনের জন্য রাত জেগে কাজ করতে হয়। নিরাপত্তার ব্যাপারেও ভাবতে হয় আমাদের। কোনো কাজ করতে যদি অসুবিধা হয় বা অস্বস্তি হয়, তাহলে সেই কাজ না করাই শ্রেয়। আমারও মানুষ। আমাদেরও শরীর রয়েছে। সেটা খেয়াল রাখা দরকার। হাই হিল পরে পোল ডান্সের সময় চোট লাগার আশঙ্কা থাকে সবসময়।’