দাঁতের মূল্য ১৫ লক্ষ টাকা, অনুরাগীর অফার শুনে অবাক মডেল

এক জনপ্রিয় মার্কিন মডেল নিজের অদ্ভুত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করলেন। ওই মডেলের নাম এলি রে। তিনি জানিয়েছেন, তাঁর এক অনুরাগী তাঁর…

দাঁতের মূল্য ১৫ লক্ষ টাকা, অনুরাগীর অফার শুনে অবাক মডেল

এক জনপ্রিয় মার্কিন মডেল নিজের অদ্ভুত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করলেন। ওই মডেলের নাম এলি রে। তিনি জানিয়েছেন, তাঁর এক অনুরাগী তাঁর দাঁত চেয়েছিলেন, তার বদলে কড়কড়ে লক্ষ লক্ষ টাকাও অফার করেছিলেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বোস্টনের বাসিন্দা এলি জানিয়েছেন, তাঁর এক অনুরাগী তাঁর দাঁতের বদলে তাঁকে ১৫ লক্ষ দেবেন বলেছিলেন। শুধু তাই নয়, এই কাজটি করার জন্য দন্ত চিকিৎসকের সকল খরচ অবধি তাঁর অনুরাগী বহন করবেন বলে জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই নিজের অনুরাগীরা এহেন দাবি শুনে মডেলের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল।

   

প্রসঙ্গত, এলি নার্সের চাকরি ছেড়ে নিজের স্বামী সহ পর্ন ইন্ডাস্ট্রিতে নাম লেখা এলি। বোস্টনের একজন প্রাক্তন আইসিইউ নার্স, ২০২১ সালের আগস্টে একটি গুঞ্জন হয়ে ওঠে যখন তিনি তার নার্সের চাকরি ছেড়ে দেন যখন তার OnlyFans দুষ্টু অ্যাকাউন্ট আবিষ্কৃত হয়। বিভিন্ন নিউজ ম্যাগাজিনে এ নিয়ে মুখ খোলার পর এবং ‘ডক্টর ফিল’ শোয়েও হাজির হওয়ার পর তার গল্পটি ভাইরাল হয়ে যায়।

এলি প্রায় ১৫ বছর ধরে নার্সের চাকরি করেছিলেন, কিন্তু সম্প্রতি তিনি পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। এক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মাসে তিনি লক্ষাধিক টাকা উপার্জন করেন। অনেকে তাঁকে ‘মিলিনিয়র এলি রে’ বলেও সম্বোধন করেন।